পৌষমেলায় কোন দিক থেকে আসবেন, কোথায় পার্কিং করবেন, জানালো জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদন : শান্তিনিকেতনের পৌষমেলা মানেই আলাদা অনুভূতি। ঐতিহ্যবাহী এই মেলার টানে জেলা বাদ দিয়েও রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই মেলায়। চার দিনের এই পৌষ মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, জমজমাট হয়ে থাকে বীরভূমের প্রাণকেন্দ্র বোলপুর।

লক্ষ লক্ষ মানুষের সমাগমের কারণে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু করে মেলা উদ্যোক্তা বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার খাতিরে হাজারও পদক্ষেপ গ্রহণ করে থাকে। মেলা চারদিন জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট জায়গায় পার্কিং এবং নির্দিষ্ট রুটে যাতায়াতের সীমারেখা বেঁধে দেয়। আর আপনি যদি জেলার বা বাইরে থেকে অথবা রাজ্যের বাইরে থেকে মেলায় আগত হন তাহলে পুলিশ প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া এই রুট এবং পার্কিং সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান আগে থেকেই থাকা উচিত। আর তা না হলে হয়তো হয়রানির শিকার হতে হতে পারে।

পৌষ মেলার নিরাপত্তার খাতিরে ও বোলপুর শহরকে যানজটমুক্ত রাখতে প্রতিবছরের মতো এবছরও বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আগাম নির্দিষ্ট রুটম্যাপ ও পার্কিং সম্পর্কে আগাম একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। যা থেকেই আপনি জানতে পারবেন পৌষমেলায় আপনার আসার রুট এবং পার্কিং সম্পর্কিত নানান তথ্য।