জব কার্ড থাকলেই মিলবে কাজ, নয়া নির্দেশিকা রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : ১০০ দিনের কাজ নিয়ে বছরের বিভিন্ন সময় রাজ্যে তুলকালাম কাণ্ড হয়ে থাকে। বিভিন্ন সময় রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ১০০ দিনের কাজ না দেওয়ার। তবে সম্প্রতি ১০০ দিনের প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। কিন্তু সেই চিঠির কোন উত্তর না মেলার কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১০০ দিনের কাজের ওই কর্মীদের রাজ্যের বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হবে। সেই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সোমবার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১০০ দিনের কাজের জন্য পাঁচ মাস ধরে টাকা দেয়নি কেন্দ্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি যে সকল জায়গায় জেলা সফর করছেন সেই সকল জায়গাতেও এই ১০০ দিনের কাজের জন্য টাকা না পাওয়া নিয়ে সরব হচ্ছেন। রবিবার দুর্গাপুর সফরেও একইভাবে সরব হতে দেখা গিয়েছে তাকে। এরপরই সোমবার রাজ্যের ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষদের অন্য কাজে নিযুক্ত করার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার।

পঞ্চায়েত দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের দ্রুত বিভিন্ন বিভাগের অধীনস্থ প্রকল্পের কাজগুলি দেওয়া হবে। এই নির্দেশিকা দেওয়া হয়েছিল ২১ মে। এ ক্ষেত্রে নতুন করে জব কার্ড তৈরি করার দরকার নেই বলে জানানো হয়। যাদের ১০০ দিনের কাজের জন্য জব কার্ড রয়েছে তারা এই কাজ পাবেন।

এক্ষেত্রে জেলার প্রতিটি জব কার্ড হোল্ডাররা কতদিন কাজ করছেন, কোন প্রকল্পের আওতায় কাজ করছেন ইত্যাদি নথিভুক্ত করার জন্য রাজ্য সরকার একটি নতুন পোর্টাল আনবে। এই সকল কাজ দ্রুত শেষ করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন।