না কাঁদলে দিনে ১০, সপ্তাহে ১০০, ভাইরাল বাবার সঙ্গে ছেলের চুক্তি

নিজস্ব প্রতিবেদন : রাজস্থানের রুদালী সম্প্রদায়ের পেশা হলো কাঁদা। তারা এই কাঁদার জন্য টাকা পেয়ে থাকেন। কিন্তু কেউ যদি না কাঁদেন তার জন্য টাকা! বিষয়টি কেমন কেমন হলেও এমনই এক চুক্তি হয়েছে এক ছেলের সঙ্গে এক বাবার। সেই চুক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছোট ছেলেমেয়েদের বিভিন্ন জিনিসের বায়না করে থাকার জন্য কান্নাকাটি করতে লক্ষ্য করা যায়। আবার পড়াশুনো অথবা অন্য কোন কাজের ক্ষেত্রেও তাদের কান্নাকাটি করতে চোখে পড়ে। এইরকম কান্নাকাটি করা এক ছেলের সঙ্গে বাবা চুক্তি করেছেন, একদিন না কেঁদে থাকলে ১০ টাকা এবং ১ সপ্তাহ না কেঁদে থাকলে ১০০ টাকা দেওয়া হবে।

জানা গিয়েছে, বাবা ও ছেলের এই চুক্তিতে সায় দেওয়া ছেলের বয়স মাত্র ৬ বছর। ছোট ছেলেরা যেমন করে থাকে খাওয়া-দাওয়া থেকে শুরু করে পড়াশোনার সময় চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি এই সকল বন্ধ করার জন্যই এমন অভিনব পথ বেছে নিয়েছেন ওই খুদের বাবা। পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেই তালিকায় লক্ষ্য করা গিয়েছে, রাতে সঠিক সময়ে ঘুমানোর থেকে শুরু করে সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে বাকি কাজ সঠিক সময়ে সেরে ফেলা, স্কুল, খাওয়া-দাওয়া, টিভি দেখার সময় যাতে সব কিছু নির্দিষ্ট সময় মেনে ঐ শিশুটি করে। আর এর নিচে লেখা হয়েছে যদি ঐ শিশুটি সঠিকভাবে চুক্তি মেনে সবকিছু করে থাকে তাহলে পাবে আর্থিক পুরস্কার।

আর্থিক পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে, যদি সারা দিনে একবারও না কাঁদে, চিৎকার চেঁচামেচি না করে, মারামারি না করে তাহলে তাকে ১০ টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে। আর এই একই কাজ যদি সাত দিন ধরে বজায় রাখতে পারে তাহলে আর্থিক পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ টাকা। তবে এই চুক্তি এই প্রথম নয়, এর আগেও করা হয়েছিল বলে জানা গিয়েছে ওই খুদের বাবার টুইট থেকে। সেবার ওই খুদে চুক্তি ঠিকমতো পালন করতে না পারলেও স্টার মার্ক চায়। যে কারণে এই চুক্তি দ্বিতীয়বারের জন্য করা হয়েছে।