হিরো আলমের ‘মানিকে মাগে হিথে’ শুনেই রুদ্রনীলের নতুন প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিথে’ এখন বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে তা অনস্বীকার্য। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এখন এই গানে মেতেছেন। শুধু নেটিজেনরা নন পাশাপাশি সেলিব্রেটিরাও তাদের নিজেদের মতো করে গেয়ে ফেলছেন সিংহলি ভাষার এই গানটিকে।

সেলিব্রেটিদের এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, পরিণীতি চোপড়া, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়ার মতো জনপ্রিয় বলিউড তারকারা। আবার অনেকেই এই গানটির সুর ও তালে কি রকম রেখে নিজেদের মতো ভাষায় গাইছেন। তবে যে যেভাবেই গান গাক না কেন ‘মানিকে মাগে হিথে’র এই গানের প্রত্যেকেই ভাইরাল হচ্ছেন।

শ্রীলঙ্কার এই গায়িকার গানটি নিয়ে যখন আসমুদ্র হিমাচল এমনকি সেলিব্রেটিরাও মেতেছেন ঠিক সেই সময়ই চুপ করে থাকতে পারেননি বাংলাদেশের জনপ্রিয় নায়ক ও ইউটিউবার হিরো আলম। তারও মনে হয়েছে এই গানটি গাওয়ার, আর তার পরেই তিনি একেবারে স্টুডিওতে গিয়ে এই গান রেকর্ড করে ফেলেছেন। তবে তার গানে প্রথমদিকে সবকিছু একইরকম থাকলেও হঠাৎ মাঝে ভাষা ভুলে একেবারে বাংলা ভাষায় গানটি গাইতে শুরু করেন হিরো আলম। তাল, শব্দ ভুলে গিয়ে গানের মাঝে শোনা যায়, ‘তেল গেল ফুরাইয়া’।

আর এসব দেখে শুনে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনিও নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছেন। তবে তার চেষ্টায় আগাগোড়া বিঁধে দেওয়া হয়েছে বাংলাদেশের অভিনেতা হিরো আলমকে। বিষয়টা বুঝতে পারলেন না?

আসলে হিরো আলমের গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শুনে রুদ্রনীল ঘোষ একটি ভিডিও এডিট করেছেন। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে গাইছেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভা, আর তার পরে পরেই গাইছেন বাংলাদেশের হিরো আলম। কিন্তু মাঝে একটা সময় তালগোল পাকিয়ে হিরো আলম বাংলায় ফিরে আসেন। তিনি বাংলা ভাষাতেই গাইতে শুরু করেন, ‘তেল গেল ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়ে। কি হবে আর কান্দিয়া’।

মূলত মজা করার জন্য রুদ্রনীল ওতপ্রোতভাবে এই ভিডিওটি এডিট করে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন। আর এই রুদ্রনীলের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাসিররোল।