বিজ্ঞাপন

পুরির জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে বদল! এই কাজটি করলেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : জগন্নাথ দেবের টানে দূর দূরান্ত থেকে বছরের বিভিন্ন সময় পুরিতে আসেন ভক্তরা। এই মন্দিরে যে সকল ভক্তদের আগমন দেখা যায় তাদের মধ্যে আবার সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় বাংলা থেকে। যে কারণে পুরির জগন্নাথ মন্দিরে (Puri Jagannath temple) ছোটখাটো কোন নিয়মে পরিবর্তন আনা হলেই তার বাঙালি পর্যটকদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

বছরের বিভিন্ন সময় মন্দিরের ঐতিহ্য বজায় রাখতে পুরীর জগন্নাথ দেব মন্দিরের বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয়। আগেই এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পান, গুটকা ইত্যাদি মুখে পুরে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পান, গুটকা ইত্যাদি মুখে পুরে প্রবেশ করা যেমন যাবে না, ঠিক সেইরকমই আবার মন্দির চত্বরে কোথাও থুতু ফেলা যাবে না। এসব করলেই গুনতে হবে ১০০০ টাকা জরিমানা। এছাড়াও আরও একটি নিয়ম চালু করা হচ্ছে।

বিজ্ঞাপন

শ্রী জগন্নাথ দেব মন্দির প্রশাসক কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ম কেবলমাত্র ভক্তদের জন্য চালু করা হয়েছে তা নয়, এর পাশাপাশি এই নিয়ম চালু করা হয়েছে সমস্ত মানুষ অর্থাৎ সেবায়েত থেকে শুরু করে ভক্ত সবার জন্য। এই ধরনের কাজকর্ম করলেই তার থেকে ১০০০ টাকা জরিমানা নেওয়া হবে। মন্দির চত্বরে এই ধরনের কাজের নজরদারি চালাতে নিরাপত্তারক্ষীরা ছাড়াও CCTV সবসময় নজরদারি চালাবে।

বিজ্ঞাপন

তবে শুধু পান, গুটকা নয়, এর পাশাপাশি আরও একটি কঠোর নিয়ম চালু হতে চলেছে জগন্নাথ দেব মন্দিরে। সেই নিয়মটি হল, পলিথিনের প্যাকেটে পুড়ে আর মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া যাবে না কোনো রকম ফুল অথবা ভোগ। তবে এই নিয়ম এখনই চালু হয়নি। এই নিয়ম চালু হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। এই নিয়ম চালু হয়ে যাওয়ার পরও এমন কাজ করলে ভক্তদের অথবা সেবায়তদের থেকে এক হাজার টাকা জরিমানা নেওয়া হবে।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে এই ধরনের নিয়মের পরিবর্তন প্রচার করার পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ নভেম্বর এবং ডিসেম্বর মাসে সর্বত্র পোস্টারিং করেও প্রচার করবে। যাতে করে অসচেতনতা বসত কোন ভক্ত অথবা সেবায়েত জরিমানার মুখোমুখি না হন। তাদের সব রকমভাবে আগাম সচেতন করেই নতুন এই নিয়ম জারি করা হবে।