ট্রেনে ঘুমানোর অনেক নিয়ম রয়েছে ভারতীয় রেলে, না মানলে বিচ্ছিরি কান্ড ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদন : কম দূরত্বের রাস্তা যাতায়াত করার ক্ষেত্রে দু’চাকা বা চার চাকা অথবা বাসের উপর নির্ভর করে যাত্রীরা যাতায়াত করে থাকেন। তবে দূর পাল্লার রাস্তা যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের নির্ভর হতে হয় বিমান অথবা ট্রেনের ওপর। বিমানের খরচ প্রচুর হওয়ার ফলে সবার পক্ষে তা বহন করা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে ট্রেনই (Train) তাদের কাছে যাতায়াতের মেরুদন্ড।

দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় ঘুমানো খুব জরুরী হয়ে পড়ে যাত্রীদের কাছে। শরীর ঠিক রাখা এবং ক্লান্তি ভাব দূর করার জন্য ঘুমের দরকার হয়। শুধু দূরপাল্লার ট্রেনে নয়, লোকাল ট্রেনে যাতায়াত করার সময়ও বহু যাত্রীকে দেখা যায় ঘুমে ঢুলছেন। তবে দূরপাল্লার ট্রেনে ঘুমানোর ক্ষেত্রেও ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

ট্রেনে ঘুমানোর ক্ষেত্রে ভারতীয় রেলের তরফ থেকে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম না মানলে বিচ্ছিরি ঝঞ্ঝাটে পড়ার মতো ঘটনা তো ঘটতেই পারে, এর পাশাপাশি যাত্রীদের জরিমানাও গুনতে হতে পারে। সুতরাং দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা এবং ঘুমানোর আগে ভারতীয় রেলের নিয়ম জেনে রাখা দরকার।

দূরপাল্লার ট্রেনে দিনের বেলায় ঘুমানোর কোন সুযোগ থাকে না। দুপুরবেলায় যদি কেউ ঘুমাতে চান তাহলে কোন বগির একটি কুপের মধ্যে সকলকে শুয়ে থাকতে হবে। তবে এক্ষেত্রে ঘুমানোর জন্য কোনরকম জোর করা যাবে না। শুধু দিনের বেলায় নয় রাতে ঘুমানোর ক্ষেত্রেও রেলের নিয়ম রয়েছে। আর সেই নিয়ম মেনে যাত্রীদের ট্রেনে ঘুমাতে হয়।

২০১৭ সাল পর্যন্ত ট্রেনে রাত্রি নটার পর ঘুমানোর ক্ষেত্রে অনুমতি দেওয়া হত। কিন্তু পরে এই নিয়ম আবার বদলে যায় এবং বর্তমান নিয়ম অনুসারে রাত্রি ১০টার পর যাত্রীরা ট্রেনে ঘুমাতে পারবেন। এই নিয়ম চালু করা হয়েছে মূলত মিডিল বার্থে থাকা যাত্রীদের নিয়ে সমস্যা সমাধানের জন্য। কারণ তারা নিজেদের বার্থ নামিয়ে ঘুমাতে শুরু করলে লোয়ার বাড়তে যাত্রী অসুবিধার সম্মুখীন হন।