রুপে কার্ড, BHIM UPI ব্যবহার করলেই পুরস্কার, নয়া পরিকল্পনা কেন্দ্রের

রুপে কার্ড ও BHIM UPI নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যেটির সুযোগ পাবেন সাধারণ মানুষ। রুপে ডেবিট কার্ড ও BHIM UPI-এর অল্প ভ্যালু সম্পন্ন ট্রান্সকশনের ক্ষেত্রে প্রোমোশনাল ইনসেনটিভে এবার মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য ২৬০০ কোটি টাকার ইনসেনটিভ কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।

ডিজিটাল ব্যাঙ্কিং ও ডিজিটাল লেনদেনে আরও জোর দেবার জন্যই কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে কেন্দ্র চাইছে না ব্যাঙ্ক ও ছোট কার্ড কোম্পানিগুলির উপর বোঝা বেড়ে যাক। সেই জন্যই সাধারণ মানুষকে অনলাইন ট্রানজাকশন করার পর ইনসেনটিভ দেবার ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এবার অল্প টাকা জন্য অনলাইন লেনদেন করার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে চাইছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। মন্ত্রিসভার বৈঠকের পর এই খবর প্রকাশ করা হয়েছে। তবে আপাতত রুপে কার্ডের লেনদেন ও কম টাকার ভিম ইউপিআই লেনদেনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

আমাদের দেশে বর্তমানে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি মানুষ অনলাইন লেনদেন করে থাকেন বলে জানা গিয়েছে। আর কেন্দ্রের লক্ষ্য হলো আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাকে দ্বিগুণ বাড়িয়ে তোলা। সেই লক্ষ্য পূরণ করার জন্য কেন্দ্রের এই সিদ্ধান্ত ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আর দ্বিতীয় স্থানেই রয়েছে ই-কমার্সের অনলাইন লেনদেনকারী।

তবে কতটা পরিমাণে এই ইনসেনটিভ পাওয়া যাবে, সে বিষয়ে কোনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই প্রকল্পে সাড়া পাওয়া গেলে সরকার ইনসেনটিভের পরিমাণ বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রুপে কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই-এর ব্যবহার আরো বেড়ে যাবে বলে আশা করছেন অনেকেই। বর্তমানে বহু মানুষ এখনও স্বল্প টাকা লেনদেনের কাজ নগদেই করে থাকেন। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে অনেকেই অনলাইনের মাধ্যমে লেনদেন করতে পারেন বলে মনে করা হচ্ছে।