কারা বন্ধু নয়, তালিকা প্রকাশ করল রাশিয়া

নিজস্ব প্রতিবেদন : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই অভিযান দেখতে দেখতে ২ সপ্তাহ হতে চলল। তবে এই দু’সপ্তাহ ধরে অভিযান চালানোর পরেও এখনো পর্যন্ত কিয়েভ দখলে আনতে পারেনি রাশিয়া। উপরন্তু এই অভিযানের পরিপ্রেক্ষিতে বিপুল ক্ষতির সম্মুখীন বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটি।

অন্যদিকে এই দুই দেশের যুদ্ধ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বে। রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক সেরে ফেলেছে। অন্যদিকে রাশিয়ার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই বহু দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। এমত অবস্থায় যখন রাশিয়া কোণঠাসা হয়ে পড়ছে সেই সময় তারা একটি তালিকা প্রকাশ করল যাতে কোন কোন দেশ তাদের বন্ধু নয় তার নাম উঠে এসেছে।

কারা বন্ধু নয় এমন তালিকা প্রকাশ করার বিষয়টি উঠে এসেছে ‘আল জাজিরা টিভি’র একটি প্রতিবেদন থেকে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সোমবার মস্কো একটি তালিকা প্রস্তুত করেছে, যে তালিকায় নাম রয়েছে সেই সকল দেশের যারা তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বন্ধুসুলভ আচরণ করেনি। এই তালিকা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে যে কারণ রয়েছে তাতে জানা যাচ্ছে, তালিকায় থাকা দেশের সংস্থা অথবা ব্যক্তিবিশেষের সঙ্গে কোনরকম করপোরেট চুক্তি করতে হলে মস্কোর অনুমতি লাগবে।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই তালিকায় যে সকল দেশের নাম রয়েছে সেই সকল দেশগুলি হল ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি। এছাড়াও এই তালিকায় সংযুক্ত হয়েছে জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, আইসল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো বহু দেশ।

অন্যদিকে এখনো পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার মত কোন লক্ষ্মণ নজরে আসছে না। মাঝেমধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও এবং আলোচনার টেবিলে বসা হলেও শর্ত না মানার কারণে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান অব্যাহত রয়েছে।