ইউক্রেনে রাশিয়ার হানার পরেও অবিচ্ছন্ন মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, কারণ

নিজস্ব প্রতিবেদন : ২৪ ফেব্রুয়ারি ভোররাত থেকে ইউক্রেনের উপর আক্রমণ শুরু করে রাশিয়া। দেখতে দেখতে এই যুদ্ধ ১৫ দিন হতে চলল। যুদ্ধে ইউক্রেনের উপর রাশিয়া একের পর এক গোলাবর্ষণ করেছে। তবে তা সত্ত্বেও এখনো পর্যন্ত অবিচ্ছিন্ন রয়েছে ইউক্রেনের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। কিভাবে এমনটা সম্ভব এবং এর কারণ কি?

ইউক্রেনের ওপর হামলা চালানোর পর ইতিমধ্যেই এই দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে কালো ধোঁয়া, পড়ে রয়েছে মৃতদেহ, তবে এসবের মাঝে আশ্চর্য এই মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত না হওয়া। ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল পরিষেবা ব্যাহত না হওয়া নিয়ে রয়েছে নানান মত।

কেউ কেউ মনে করছেন, ধ্বংসস্তূপের মাঝে এখনো পর্যন্ত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু রাখার ক্ষেত্রে রাশিয়ার কোন কৌশল জড়িয়ে রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা রাশিয়ার ইচ্ছাকৃত। এই মতের সঙ্গে যারা সহমত তারা এর কারণ হিসেবে বেশ কিছু যুক্তি পেশ করেছেন।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ইউক্রেনে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা আঘাত ঘটায়নি। এর ফলে রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিভিন্ন ফোনকল এবং ইমেল সহ বিভিন্ন তথ্য পেতে সুবিধা হবে। এছাড়াও তারা ভৌগলিক অবস্থান এবং অন্য তথ্য জোগাড় করার ক্ষেত্রেও সাহায্য পাবে।

আরও একটি কারণের কথা মনে করা হচ্ছে। সেটি হল রাশিয়া থেকে ইউক্রেনে প্রবেশ করা রুশ সেনারা ইউক্রেনের ব্যবসায়ীক মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন নিজেদের যোগাযোগের জন্য। আবার এটাও হতে পারে, ইউক্রেনে প্রবেশ করা রুশ সেনারা ওই দেশের পরিকাঠামোগত কোন ক্ষতি চায়ছেন না অথবা এমন কোনো নির্দেশ নেই।

যদিও এই যুক্তির পাশাপাশি অনেকে মনে করছেন, রাশিয়া চাইলেও এখনো পর্যন্ত ইউক্রেনের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ধ্বংস করতে পারেনি। তবে সে যাই হোক, এক্ষেত্রে রাশিয়ার কৌশলগত কোন পরিকল্পনা থাকলেও তা আপাতত হিতে-বিপরীত হয়েছে। কারণ মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা সক্রিয় থাকার কারণে ইউক্রেনের ধ্বংসের ছবি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এর ফলে রাশিয়ার ইমেজ খারাপ হচ্ছে বিশ্বের সামনে।