খারকিভ ছাড়ছেন পড়ুয়ারা, ট্রেনে উঠতে করুণ আর্জি, চোখে জল আনা ভিডিও

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ ৮ দিন পার করলো। দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি ততোই ভয়ানক হচ্ছে। পর্যটকদের কাছে অন্যতম সুন্দর একটি দেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সময় যত এগিয়ে যাবে ততই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেও মনে করা হচ্ছে।

পরিস্থিতির দিকে তাকিয়ে ইতিমধ্যেই ওই দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত ইউক্রেন ছেড়ে অন্য দেশে অন্য দেশে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকারের সেই নির্দেশ পেয়ে তৎপরতা শুরু করেছে পড়ুয়ারা। কারণ প্রত্যেকেই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত।

অন্যদিকে রাশিয়ার মতো শক্তিশালী দেশের সামনে ইউক্রেন অনেক দুর্বল রাষ্ট্র হলেও কোনভাবেই তারা মাথানত করতে রাজি নয়। তারা প্রতিনিয়ত রাশিয়ার বিরুদ্ধে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই চালাচ্ছে। এই লড়াইয়ে ইউক্রেন সেনা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো।

অন্যদিকে যুদ্ধ ভয়ে ইতিমধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহর থেকে মানুষদের দেশ ছাড়ার ব্যস্ততা শুরু হয়েছে। এই ব্যস্ততায় পড়ে রাস্তাঘাট জ্যাম হয়েছে। পাশাপাশি ভারতীয় পড়ুয়ারা ভারত সরকারের নির্দেশ পেয়ে যেনতেন প্রকারে ইউক্রেন বর্ডার পার করতে চাইছেন।

বুধবার ভারত সরকারের তরফ থেকে চরম সতর্কবার্তা দেওয়া হয় খারকিভ ছাড়ার জন্য। সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক না কেন খারকিভ ছাড়তে হবে। ট্রেন-বাস কিছু না পেলে পায়ে হেঁটে ছাড়তে হবে এলাকা। এই নির্দেশের পর রীতিমতো আতঙ্ক তৈরি হয় পড়ুয়াদের মধ্যে। সেই সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়, যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন ভারতীয় এবং আফ্রিকান পড়ুয়া ট্রেনে করে শহর ছাড়ার জন্য আকুতি মিনতি করছেন। কিন্তু অভিযোগ ইউক্রেনিয়রা তাদের ট্রেনে উঠতে বাধা দেন।