‘তুমসে মিলনে কি তামান্না হে’, ঘুরছে বালসুব্রহ্মণ্যমের খালি গলায় গাওয়া গান

নিজস্ব প্রতিবেদন : ‘মেরি রং মে রং নে বালি’, ‘দিল দিওয়ানা’, ‘পেহেলা পেহেলা পেয়ার হে’, ‘বহত পেয়ার করতে হে’ থেকে শুরু করে ‘আকে তেরি বাহো মে’, ‘পেহেলি বার মিলে হে’, ‘দেখা হে পেহেলি বার’ ইত্যাদি গানগুলি সুপার ডুপার হিট হয়েছিল যার কণ্ঠে তিনি প্রখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম। তিনি একাধারে ছিলেন মিউজিশিয়ান, প্লেব্যাক সিঙ্গার, মিউজিক ডাইরেক্টর, অ্যাক্টর, ডাবিং আর্টিস্ট ও ফিল্ম প্রডিউসার।

লতাজির সঙ্গে জুটি বেঁধে গাওয়া তার গানগুলি দশকের পর দশক জুড়ে মানুষের হৃদয়ে থেকে যাবে। এরকম একজন প্রখ্যাত শিল্পীর অকস্মাৎ চলে যাওয়াটা সংগীতজগতের পক্ষে একটা বিরাট অপূরণীয় ক্ষতি। গত ২৫ সেপ্টেম্বর এই প্রখ্যাত গায়কের মৃত্যুতে সঙ্গীতজগত থেকে শুরু করে বলিউড জগত, ব্যক্তিগত পরিসরে আত্মীয়-পরিজন থেকে শুরু করে ভক্তরা সকলেই শোকগ্রস্ত হয়ে আছেন।

গত ৫ই আগস্ট করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর সেপ্টেম্বর মাসের ৮ তারিখে তার রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু তার শ্বাসকষ্ট জনিত সমস্যাটি তখনও বর্তমান ছিল। তাই তাকে ভেন্টিলেটরের পাশাপাশি লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। এরপর দীর্ঘ লড়াই শেষে ২৫ শে সেপ্টেম্বর এই প্রতিভাধর মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৬৬ সালে তিনি প্রথম সঙ্গীতের জগতে পা দেন। এরপর ‘এক দুজেকে লিয়ে’ সিনেমায় গাওয়ার জন্য ১৯৮১ সালে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান।

তারপর দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি ভক্তদের নানারকম গান উপহার দিয়ে গেয়েছেন। এমনকি এক দিনে একুশটি গান রেকর্ড করে সংগীত জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন ‌তিনি।

শিল্পীর চলে যাওয়ার পর তার গানগুলো সোশ্যাল মিডিয়ায় আবারও ঘুরে ফিরে আসছে। তার ভক্তরা এই সকল গানগুলো শেয়ার করে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে বালসুব্রহ্মণ্যম খালি গলায় একটি গান গাইছেন। ‘তুমসে মিলনে কি তামান্না হে, পেয়ার কা ইরাদা হে’ এই গানটি খালি গলায় গেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশন হিসেবে এটাও লেখা ছিল যে, ‘সঙ্গীত জগত একটি তারকাকে হারালো!’

গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে নয় লাখের কাছাকাছি ভিউ হয়েছে। গানটি দেখে প্রচুর মানুষ অতীতচারী হয়ে পড়েছেন। গায়কের পুরনো দিনের সেই সব বিখ্যাত গান মনে করে এক এক করে আবেগে বিহ্বল হয়ে উঠছেন মানুষ। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটা গায়কের সাম্প্রতিক কালেরই একটি ভিডিও, তবে ঠিক কোন সময় নাগাদ এটি তোলা তা স্পষ্ট নয়।