হিন্দি সারেগামাপা’র মঞ্চে দুই বাঙালির দুই স্থান, রইলো গ্র্যান্ড ফাইনালের ঝলক

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের কাছে এর থেকে গর্বের দিন আর কিছু হতে পারে না। দেশের অন্যতম সেরা মিউজিক রিয়েলিটি শো হিন্দি সারেগামাপা’তে মিলেমিশে একাকার বাঙালিয়ানা। ইতিহাস রচনা হলো এই মঞ্চে। প্রথম এবং দ্বিতীয় দুটি স্থান পেলেন দুই বাঙালি কন্যা।

এই মঞ্চে এবার প্রথম স্থান অধিকার করেছেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। অন্যদিকে একই রকম পারফরম্যান্স দেখিয়ে সামান্যের জন্য প্রথম স্থান হাতছাড়া হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরেক বাঙালি কন্যা রাজশ্রী বাগ। অন্যদিকে এই মঞ্চে তৃতীয় স্থান অধিকার করেছেন শরদ শর্মা। শরদ শর্মা জগ্রাতাতে গান করতেন। তার পরিচিতি এবার বাড়ল কয়েকগুণ। গ্র্যান্ড ফিনালের এই মঞ্চে নীলাঞ্জনার গান শুনে প্রথম থেকেই মুগ্ধ হতে দেখা যায় বিচারকদের।

প্রথম স্থান দখল করার পর স্বাভাবিকভাবেই নীলাঞ্জনা তার খুশি ধরে রাখতে পারেননি। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই জয়ে সবচেয়ে খুশি হয়েছেন তার বাবা-মা। মেয়ে সারেগামাপা জিতুক এটা তাদের স্বপ্ন ছিল। বাবা-মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরে স্বাভাবিকভাবেই আপ্লুত উত্তরবঙ্গের কন্যা নীলাঞ্জনা। দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী গান চর্চার পাশাপাশি আপাতত পড়াশোনায় মন দিতে চান।

গত বছরের শেষদিকে শুরু হওয়া এই মিউজিক রিয়েলিটি শোয়ে প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছিল বাঙ্গালীদের জয়জয়কার। গোটা সিজন মাতিয়ে রেখেছিলেন স্নিগ্ধজিৎ ভোমিক, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দীপায়ন বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী ও রাজশ্রী বাগের মতো ৬ জন বাঙালি প্রতিযোগী। এই সিজনে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা সঞ্জনা।

অন্যদিকে গ্র্যান্ড ফিনালের আগেই প্রতিযোগিতা থেকে বাদ যান দীপায়ন ও কিঞ্জল। বাকি থাকেন যে চারজন তাদের মধ্যে থেকে প্রথম দুজনই বাঙালি। এর থেকে আনন্দের আর কি হতে পারে?