কখনো নাচ, কখনো গান, সুপারহিট সায়নীর ভোট প্রচার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ৩০ অক্টোবর রাজ্যে রয়েছে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (by election)। পুজোর রেস কাটতেই শাসক-বিরোধী প্রতিটি দলই ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে। তবে এই সকল ভোট প্রচারের মধ্যে আলাদা ভাবে নজর কাড়ছে সায়নী ঘোষের (saayoni ghosh) ভোট প্রচার। একেবারে সুপার ডুপার হিট তার এই ভোট প্রচার।

Advertisements

শেষ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সায়নী ঘোষ অগ্নিমিত্রা পলের (Agnimitra paul) কাছে খুব সামান্য ব্যবধানে পরাজিত হন। তবে পরাজিত হলেও তাকে তৃণমূল বড় পদ হিসাবে যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী দায়িত্ব দেয়। এই দায়িত্ব পেয়ে ফের চাঙ্গা হয়ে ওঠেন তিনি। তার সেই চাঙ্গাভাব এবার লক্ষ্য করা গেল ৩০ অক্টোবরের উপ নির্বাচনের আগে।

Advertisements

ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল এই নেত্রীকে কখনো গান কখনো নাচের মধ্য দিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করতে দেখা যায়। সম্প্রতি শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে ভোট প্রচারের সময় এই তারকা নেত্রী গানে গানে মন জয় করলেন স্থানীয়দের।

Advertisements

ভোট প্রচারের সময় এদিন তিনি সবুজ পাড়ের সাদা শাড়ি এবং কালো ব্লাউজ পরে ঘরোয়া মেয়ের মতোই হাজির হন সভামঞ্চে। সেখানে তিনি মঞ্চে ‘হৃদ মাঝারে রাখবো’ গানটিকে ধরে তৃণমূলের ওই প্রার্থীর জন্য ভোট চাইলেন।

একইভাবে তিনি যখন গোসাবা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে সভা করতে যান সেই সময় সভামঞ্চে ‘খেলা হবে’র তালে নাচেন। আর তার এই নাচের পাশাপাশি সমানভাবে নাচতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের।

Advertisements