আর দেখা যাবে না ফেলু দাকে! অভিনেতার সিদ্ধান্তে অবাক দর্শকরা

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi chakroborty)। তার আরেক পরিচিতি হল তিনি বাঙালির অন্যতম প্রিয় ফেলুদা। ফেলুদার চরিত্রে অভিনয় করে তিনি সকলের মন জিতে নিয়েছেন। এই জনপ্রিয় অভিনেতাই এবার অভিনয় জীবন থেকে অবসর নিতে চান।

প্রায় কয়েক দশক ধরে তিনি জমিয়ে অভিনয় করে চলেছেন। আটের দশক থেকে তার অভিনয় জীবন শুরু। অভিনয়ের প্রথম জীবনে তিনি টেলিভিশন থেকেই নিজের ক্যারিয়ার শুরু করেন। টেলিভিশন জগতে ‘গোরা’ হিসেবে নিজের খ্যাতি অর্জন করেন। তারপরে অন্তর্ধান সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় প্রবেশ অভিনেতার। এই ছবির পরিচালক ছিলেন তপন সিনহা।

তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে একে একে হিট সিনেমা যেমন লাঠি, শ্বেত পাথরের থালা, বিয়ের ফুল, দামু প্রভৃতি সিনেমার মধ্য দিয়ে নিজে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi chakroborty)। ফেলুদা, কাকাবাবুর মত চরিত্রে অভিনয় করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। ২০২২ সালে তিনি ‘বাবলি বাউন্সার’ সিনেমায় অভিনয় করেছেন।

এছাড়াও ‘জেকে ১৯৭১’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এই সিনেমার পরিচালক হলেন ফাখরুল আরেফিন খান। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল এবং সেখানেই উদ্বোধনী ছবি ছিল এই ছবি। বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi chakroborty)। সেখানেই এক সংবাদমাধ্যমে তিনি কথা বলেন।

এই সাক্ষাৎকারেই তাকে বলতে শোনা যায়, আর অভিনয় করতে চান না তিনি, এবার অভিনয় জীবন থেকে অবসর নিতে চান। তার বয়স হয়েছে। কোভিডের সময় অসুস্থ হয়েছে। এবার একটু নিজের মতন সময় কাটাতে চান তিনি ভালো ভালো খাবার খেতে চান। সিনেমা ও ওয়েবসিরিজ দেখতে চান। অভিনয়ের জীবনের প্রাপ্তি হিসেবে তিনি ফেলুদাকেই বেছে নিয়েছেন। তবে তার এই অবসরের কথা শুনে চারিদিকে জল্পনা কল্পনা শুরু হয়েছে।