নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে ২০২০ সালে শচীন, লারা, জন্টি রোডস-এর মতো তারকাদের দেখা গিয়েছিল এক ছাদের তলায়। ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০’-কে ঘিরে তারা এই এক ছাদের তলায় একত্রিত হয়েছিলেন। কিন্তু সংক্রমণের কারণে সর্তকতা হিসেবে সেই টুর্নামেন্ট অর্ধসমাপ্ত অবস্থায় বাতিল হয়। আর আবার সেই টুর্নামেন্ট হতে চলেছে চলতি বছর।
পুনরায় এই টুর্নামেন্ট শুরু হলে ফের একবার বুড়ো হাড়ে ভেলকি দেখবে ক্রিকেট বিশ্ব। ২২ গজের এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শচীন তেণ্ডুলকর, ব্রায়ান লারা, ব্রেট লি, বীরেন্দ্র শেহওয়াগ, তিলকরত্নে দিলশান, মুথাইয়া মুরলীধরন সহ বিশ্ব ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তিদের। টুর্ণামেন্টে এই সকল প্রাক্তন কিংবদন্তীদের নিয়ে অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার।
প্রাক্তন কিংবদন্তীদের নিয়ে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী মার্চ মাসের ২ তারিখ থেকে এবং তা চলবে মার্চ মাসের ২১ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ছত্তিশগড়ের রায়পুর নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে। গত বছরই ছিল এই টুর্নামেন্টের উদ্বোধন। উদ্বোধন বর্ষে যে কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল প্রত্যেকটিতেই প্রাক্তন তারকার নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ছিলেন। তবে দুর্ভাগ্যবশত ১১ই মার্চের পর সমস্ত খেলা বাতিল করে দেওয়া হয়।
Road Safety World Series T20 is back at Shaheed Veer Narayan Singh International Cricket Stadium in Raipur from 2nd to 21st March!! #waitisover ? Stay tuned for more updates #unacademyroadsafetyworldseries #roadsafetyworldseries #ursws #unacademyroadsafetyworldseries2021 pic.twitter.com/0MBJSH0Fmb
— Road Safety World Series (@RSWorldSeries) February 9, 2021
[aaroporuntag]
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি ২০ টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে মহারাষ্ট্রের রোড সেফটি সেল এবং সুনীল গাভাসকরের প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের যৌথ উদ্যোগে। এই টুর্নামেন্টের কমিশনার হলেন গাভাস্কার এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শচিন তেণ্ডুলকর। মূলত পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করতে এই টুর্নামেন্টের আয়োজন।