নুন আনতে পান্তা ফোঁড়ানো ঘরের ছেলে আজ কোটিপতি, ভাগ্য ফেরালো লটারি

নিজস্ব প্রতিবেদন : ভারত এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের অভাব নেই। অনেক পরিবার রয়েছে যাদের নুন আনতে পান্তা ফোঁড়ানোর মত অবস্থা। তবে তারাও কি স্বপ্ন দেখেন না বড়লোক হওয়ার। অবশ্যই দেখেন। আর তাদের এই স্বপ্ন দেখাকে অনেকেই টিপ্পনী করে বলেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা’। তবে এই ছেঁড়া কাঁথাতে শুয়েই লাখপতি তো দূরের কথা কোটিপতি হয়ে উঠলেন এক যুবক।

ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হওয়া ওই যুবক দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের শানপুকুর এলাকার বাসিন্দা। ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার সকালবেলায় তিনি জানতে পারেন লটারিতে (Dear Lottery) কোটি টাকা জিতেছেন। টাকা জেতার খবর জানতে পেরেই তিনি কাশিপুর থানায় যোগাযোগ করেন এবং পুলিশের তরফ থেকে তাকে সমস্ত রকম সহযোগিতা করা হয়।

সাদ্দাম হোসেন জানিয়েছেন, তিনি মাঝে মাঝে লটারির টিকিট কেনেন। সেরকমই বুধবার সন্ধ্যা বেলায় তিনিও ওই লটারির টিকিটটি কিনেছিলেন। বৃহস্পতিবার সকালবেলায় তার কাছে খবর আসে তিনি ওই টিকিটে কোটি টাকা জিতেছেন। প্রথমদিকে খবর পাওয়ার পরি তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তবে প্রথম দিকে তার বিষয়টি বিশ্বাস হচ্ছিল না। তবে সব দিকে খবর নিয়ে তিনি নিশ্চিত হন যে কোটি টাকা তার টিকিটেই উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাদ্দাম হোসেন খুব পরিশ্রমী একজন যুবক। বাড়িতে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছেন বাবা মা বোন। দিন আনা দিন খাওয়া সাদ্দাম সংসার চালানোর জন্য সবজির গাড়ি চালান। সংসারের একমাত্র রোজগেরে সন্তান হওয়ার কারণে সাদ্দামের মাথায় পুরো সংসারের চাপ রয়েছে বলে জানা যাচ্ছে।

এযেন কঠোর পরিশ্রমী সাদ্দাম হোসেন কোটিপতি হওয়ার পর জানিয়েছেন, লটারির টিকিটে জেতা টাকা দিয়ে ধুমধাম করে বোনের বিয়ে দেবেন এবং ব্যবসা খোলার স্বপ্ন রয়েছে তার।