SBI গ্রাহকদের জন্য সুখবর, দরকার হলেই পেতে পারেন ৩৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভরসাযোগ্য ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানুষ এমনটাই মনে করেন। যে কারণে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হয়েছে। দেশের কোটি কোটি মানুষ তাদের বিভিন্ন কাজ এবং সঞ্চয়ের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর ভরসা করে থাকেন।

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের সুবিধার জন্য বছরের বিভিন্ন সময় নানান ধরনের অফার দিয়ে থাকে। সেইরকমই এবার তারা এমন একটি অফার নিয়ে এসেছে যার মাধ্যমে এই ব্যাংকের গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত লোন পেতে পারেন।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক ঘোষণা করেছে, YONO অ্যাপের মাধ্যমে এক্সপ্রেস ক্রেডিট দেওয়ার। এ ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, বেতনভুক্ত তাদের গ্রাহকরা অর্থাৎ তাদের যে সকল গ্রাহকদের সেলারি অ্যাকাউন্ট রয়েছে তারা কোনরকম কাগজপত্র ছাড়াই ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের সুবিধা পাবেন।

ব্যাংকের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ক্যাটাগরির গ্রাহকরা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যাংকে না গিয়েই বাড়িতে বসে এই মোটা অঙ্কের ঋণ পেতে পারেন নিজেদের প্রয়োজন মতো। এই পুরো প্রক্রিয়াটি হবে কাগজবিহীন ভাবে অর্থাৎ কোনো রকম চিঠিপত্র দিয়ে আবেদন করার দরকার নেই। YONO অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই মিলবে সুবিধা।

যে সকল গ্রাহকরা সহজেই এই মোটা অংকের ঋণের সুবিধা পাবেন তারা হলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন কর্মীরা, ব্যাঙ্ক, প্রতিরক্ষা বিভাগের বেতনভুক্ত গ্রাহকরা। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের এমন ঘোষণার ফলে অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।