করোনা নিয়ে সলমান খানের গাওয়া গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনাভাইরাসের থাবা পড়তেই যখন শুরু হয় লকডাউন, তখন সেলিব্রিটি থেকে অন্যান্যরা সকলেই দেশের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের সামর্থমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন সরকারকে। আর সে সময় সলমন খান ফিল্ম ইন্ডাস্ট্রির দিন আনা দিন খাওয়া ২৫০০০ কর্মচারীর দায়িত্বভার নিয়ে অনন্য নজির সৃষ্টি করেন। আর এসবের পাশাপাশি এবার তিনি নিজে গান গেয়ে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন দেশের মানুষদের সামনে।

দেশের মানুষকে সচেতন করার জন্য, করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য, ঘর থেকে একটি ভিডিও বানিয়ে সলমন খান আপলোড করলেন ইউটিউব ও তাঁর ট্যুইটার বা অন্যান্য সোশ্যাল মাধ্যমে। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। সলমন খান এই গানের নাম দিয়েছেন ‘পেয়ার করোনা’। নামের ক্ষেত্রে মজার বিষয় ফুটে উঠলেও গানের মধ্যে রয়েছে স্পষ্ট সমাজ সচেতনতার বার্তা।

গানের মধ্যে তিনি তুলে ধরেছেন, ‘সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এখন বাড়ি থেকে কাজ করুন। খানদান আর ঘুমান। পরিবারের লোকজনদের সময় দিন। অযথা বাড়ি থেকে না বেরিয়ে সকলের সহযোগিতা করুন। পরিবারের লোকেদের সঙ্গে খানাপিনা করুন, আরাম করুন। বাহাদুরি দেখিয়ে বাইরে বেরোনোর দরকার নেই। ‘আমার করোনা হবে না’।’ আরও বেশ কিছু জিনিসকে তুলে ধরার পাশাপাশি তিনি বলেছেন আর কিছুদিন ধৈর্য্য ধরতে।

তবে এই প্রথম নয়, এর আগেও তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশের মানুষকে সচেতনতার পাঠ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, “ডাক্তার-নার্সরা আমাদের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। আর আপনারা কিনা এই সকল ডাক্তার নার্সদের উপর পাথর ছুঁড়ছেন? আবার দেখা যাচ্ছে করোনা সংক্রামিত হওয়ার পরেও হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন। আরে বাবা পালিয়েছে বাঁচবেন কোথায়? যদি ডাক্তার-নার্সরা মানুষের চিকিৎসা না করতেন, পুলিশ প্রশাসন রাস্তায় না নেমে সবকিছু কন্ট্রোল না করতো তাহলে আজ পরিস্থিতি কি হতো? দেশের অর্ধেক মানুষ সংক্রামিত হয়ে মরে যেত। আপনারা কি ভাবছেন পুলিশ ডাক্তার নার্সদের কি মজা লাগছে?”