বসন্ত উৎসবে চলুন শান্তিনিকেতন, গাড়ি রাখুন নিরাপদে, রইলো রুট ম্যাপ

নিজস্ব প্রতিবেদন : বসন্ত উৎসব আপামর বাঙ্গালীদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান, তবে শান্তিনিকেতনের বসন্ত উৎসব অন্যান্য সমস্ত জায়গার বসন্তোৎসবকে ছাপিয়ে আলাদা মাত্রা এনে দেয়। যে কারণেই বছরের পর বছর ধরে রাজ্য, ভিন রাজ্য ও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বসন্ত উৎসবের দিন কবিগুরুর শান্তিনিকেতনে ছুটে আসেন লাখ লাখ মানুষ। আর এই আগত অতিথিদের আপ্যায়নের জন্য প্রতিবছর বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে একটি রুট ম্যাপ প্রকাশ করা হয়। যে রুট ম্যাপ আগাম আগত অতিথিদের জানিয়ে দেয় কোন দিক দিয়ে এলে আপনার সুবিধা হবে বা আসবেন, কোথায় গাড়ি পার্ক করে রাখবেন ইত্যাদি। সেই মত এবছরও প্রকাশিত হলো রুট ম্যাপ। দেখে নিন এবছরের রুট ম্যাপ।

কলকাতা থেকে বাস, চারচাকা গাড়ি করে যারা ইলামবাজার হয়ে আসবেন তারা সুরুল মােড় হয়ে কালিসায়র মােড় থেকে বাঁদিকে ঢুকে বিনয় ভবন মাঠে পার্কিং করবেন। তারপর উৎসব মাঠের দিকে এগিয়ে যাবেন।

বর্ধমান থেকে আগত চারচাকা গাড়ি, যারা ভেদিয়া হয়ে আসবেন তারা শিবতলা দিয়ে কাশীপুর বাইপাসে উঠবেন, তারপর বাঁদিকে ঘুরে রবীন্দ্রবীথি বাইপাসের কাছে আসবেন। এরপর জামবুনী বটতলা থেকে ডানদিকে ঘুরে সার্কাস ময়দানে পার্কিং করবেন। তারপর পায়ে হেঁটে টুরিস্ট লজ মােড় হয়ে বসন্ত উৎসব মাঠে যাবেন।

স্টেশন থেকে টোটোতে আগত যাত্রীরা মর্নিংবেল মােড় থেকে বাঁদিকে ঘুরে হাটতলা মিস্ত্রীপাড়াতে ঢুকবে। এরপর সােজা গিয়ে রামকৃষ্ণ রােডে উঠে ডান দিকে ঘুরে শ্রীনিকেতন রােড ধরবে এবং এগিয়ে এসে মসজিদ গলি মােড় থেকে বাঁদিকে ঘুরে জনতা ফার্মেসী অতিক্রম করে মিশন কম্পাউন্ডে ঢুকে লালপুল ব্রীজ অতিক্রম করে সুরশ্রীপল্লীর টিভি সেন্টার পার্কিং এর কাছে পৌঁছবেন। সেখান থেকে পায়ে হেঁটে উৎসব মাঠের দিকে এগিয়ে যাবেন।

নতুনহাট বা বাসাপাড়া থেকে আগত চারচাকা গাড়ি আরতি সিনেমা হল মােড় হয়ে লায়েকবাজার টোলগেট থেকে ত্রিশুলাপট্টীতে উঠবেন, তারপর ডানদিকে ঘুরে লালপুল ব্রীজ অতিক্রম করে সুরশ্রীপল্লীর ভিতর হয়ে টিভি সেন্টার পার্কিং এ পার্কিং করবেন। তারপর বসন্ত উৎসব মাঠে এগিয়ে আসবেন।

সাঁইথিয়া-আমােদপুর থেকে আগত চারচাকা গাড়ি টেকনাে ইন্ডিয়া মােড় থেকে ডানদিকে ঘুরে প্রান্তিক রেলগেট ক্রশ করে শ্যামবাটি ক্যানেলপাড়ে উঠবেন, তারপর বাঁদিকে ঘুরে শ্যামবাটি বাজারে উঠবেন, শ্যামবাটি বাজার থেকে ডানদিকে ঘুরে লালবাঁধ পার্কিংয়ে পার্কিং করবেন। তারপর পায়ে হেঁটে বসন্ত উৎসব মাঠে যাবেন।

জামবুনী বাসস্ট্যান্ড থেকে আগত টোটো ভুবনডাঙ্গার ভিতর হয়ে গুঞ্জন গ্রাম উদ্যোগ মােড়ে যাত্রী নামিয়ে পুনরায় ভুবনডাঙ্গার ভিতর হয়ে জামবুনী বাসস্ট্যান্ডের দিকে যাবেন।

সিউড়ির দিক থেকে আগত বাস এবং চারচাকা সুরুল মােড় অতিক্রম করে কালিসায়ের মােড় থেকে বাঁদিকে ঘুরে বিনয়ভবন মাঠে পার্কিং করবেন। তারপর উৎসবের মাঠের দিকে এগিয়ে যাবেন।

নতুনহাট, লাভপুর, সাঁইথিয়া ও নানুর থেকে আগত টুরিস্ট বাসগুলি যারা বসন্ত উৎসব মাঠে যাবেন তারা লালপুল ব্রীজ অতিক্রম করে চিত্রামােড় থেকে ডানদিকে ঘুরে লজ মােড়ে উঠবেন, তারপর লজ মােড় থেকে বাঁদিকে ঘুরে জামবুনী বাসস্ট্যান্ড অতিক্রম করে কালিসায়ের মােড় থেকে ডানদিকে নিয়ে বিনয়ভবন মাঠে পার্কিং করবেন। তারপর উৎসব মাঠের দিকে এগিয়ে যাবেন।

রুটের বাসগুলি চিত্রামােড়, লজ মােড় অতিক্রম করে জামবুনী বাসস্ট্যান্ডে যাবে এবং ফেরার সময় একইভাবে জামবুনী থেকে লজ মােড় হয়ে চিত্রামােড় এবং লালপুল অতিক্রম করে ফিরে যাবে। এছাড়া উৎসবগামী যে বাসগুলি আসবে, তারা চিত্রামােড়, লজ মােড়, জামবুনী অতিক্রম করে কালিসায়ের থেকে ডানদিকে ঘুরে বিনয়ভবনে গিয়ে পার্কিং করবেন এবং উৎসব মাঠের দিকে এগিয়ে যাবেন।

সােনাঝুড়ি হাট, প্রান্তিক থেকে আগত টোটো শ্যামবাটি বাজার পর্যন্ত আসবেন, তারপর যাত্রী নামিয়ে শ্যামবাটি ক্যানেলের ছােট ব্রীজ অতিক্রম করে প্রান্তিকের রাস্তা ধরে পুনরায় প্রান্তিক স্টেশনের দিকে এগিয়ে যাবে।

প্রসঙ্গত, এবছর নিরাপত্তার কথা মাথায় রেখে শান্তিনিকেতনের বসন্ত উৎসব আশ্রমের মাঠ থেকে সরিয়ে হচ্ছে পৌষ মেলার মাঠে।