সুখবর, দীঘার জন্য ৪টি স্পেশাল ট্রেন চালু করল রেল, রইলো সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : রাজ্য তথা ভারতবর্ষের যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে দীঘা হলো অন্যতম। শীত-গ্রীষ্ম-বর্ষা বছরের সব সময় এই পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশের বহু পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে এবার দীঘার জন্য চারটি স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল।

গ্রীষ্মকালীন এইসকল স্পেশাল ট্রেন চলবে দেড় মাস ধরে। এই দুই জোড়া স্পেশাল ট্রেন সাঁতরাগাছি এবং দীঘার মধ্যে যাতায়াত করবে। যাত্রাপথে এই ট্রেনগুলি উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে। কোন দিন কখন কোন স্টেশন থেকে ছাড়বে, রইলো সেই তালিকা।

০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন : ২৮ মে থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত এই সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। দিঘায় পৌঁছাবে বেলা ১২ টা ৪৫ মিনিটে।

০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন : ২৮ মে থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনটি। প্রতি শনিবার দুপুর ১ টা ১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৫০ মিনিটে পৌঁছাবে সাঁতরাগাছিতে।

০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন : ২৯ মে থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং দিঘা পৌঁছাবে সকাল ১১ টা ৫৫ মিনিটে।

০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন : ২৯ মে থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। প্রতি রবিবার দুপুর ১ টা ১০ মিনিটে দিঘা থেকে ট্রেন ছাড়বে। সাঁতরাগাছিতে ঢুকবে বিকেল ৪ টে ২০ মিনিটে।