আগামীকাল সরস্বতী পুজো, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর নির্ঘণ্ট

শর্মিষ্ঠা চ্যাটার্জী : আগামীকাল শনিবার তার সাথে সাথে বাঙালির সরস্বতী পুজো। সরস্বতী পুজো নিয়ে প্রায় সবার মধ্যেই এক চাপা উত্তেজনা কাজ করছে। তবে তার আগে আসুন জেনে নিই, পুজো কখন শুরু হবে, বসন্ত পঞ্চমী কখন ছাড়বে, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা কি বলছে এই সম্পর্কে –

১) বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সরস্বতী পুজোর নির্ঘণ্ট-

পঞ্চমী তিথি শুরু- বাংলা মতে, ২২ মাঘ, ইংরেজি মতে, ৫ ফেব্রুয়ারি, রাত ৩ টে ৪৮ মিনিট থেকে পঞ্চমী তিথির শুরু।

পঞ্চমী তিথির শেষ- বাংলা মতে, ২৩ মাঘ, ইংরেজি মতে, ৬ ফেব্রুয়ারি, ভোর ৪ টে ৪৮ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথির সময়কাল।

এবার আসি গুপ্রপ্রেস পঞ্জিকা মতে সরস্বতী পুজোর নির্ঘণ্ট,

পঞ্চমী তিথির শুরু- বাংলা মতে, ২২ মাঘ, ইংরেজি মতে, ৫ ফেব্রুয়ারি ৭ টা ৬ মিনিট ১০ সেকেন্ড থেকে সূচনা হবে পঞ্চমী তিথির।

পঞ্চমী তিথির শেষ- বাংলা মতে, ২৩ মাঘ, বা ইংরেজী মতে, ৬ ফেব্রুয়ারি, সকাল ৭ টা ৮ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত।

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজিত হয়ে থাকেন তাই এই তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয়। শ্বেত পদ্মে এক হাতে বই আর এক হাতে বীণা তাই বীণাপাণি ও বলা হয়। হলুদ রংকে শুভ হিসেবে ধরে সবাই হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে থাকে। মনে যত কলুষিত চিন্তাভাবনা এভাবেই দূরীভূত হয়ে যায়