পার্থর টাকার ভারে হেলে যাচ্ছেন সরস্বতী, ভ্যালভ্যাল করে দেখছে অর্পিতা, থিমেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এখন রাজ্য সরকারকে আষ্টেপৃষ্টে বিঁধছে। এই নিয়োগ মামলায় তদন্তে নেমে কোটি কোটি টাকার বেআইনি টাকা উদ্ধার করেছে ইডি। এবার এই দুর্নীতি মামলা থিম হিসাবে ধরা পড়তে চলেছে একটি সরস্বতী পূজোয়। এমন থিমের পুজো যারা করছেন তারা রীতিমতো বাজিমাত করেছেন বলেই মনে করা হচ্ছে।

পুজোর থিমে বাগদেবী সরস্বতী ছাড়াও থাকছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। বিভিন্নভাবে তাদের তুলে ধরা হয়েছে। এরই মধ্যে এক জায়গায় দাঁড়িপাল্লায় বাগ দেবী সরস্বতীর সঙ্গে টাকার ওজন করে দুজনের ক্ষমতা দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থাকা টাকার ভারে হেলে যাচ্ছেন সরস্বতী।

একদিকে দাঁড়িয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর অন্যদিকে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। দাঁড়িপাল্লায় টাকা এবং দেবী সরস্বতীর ওজন করার মুহূর্ত ভ্যালভ্যাল করে দেখছেন অর্পিতা। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে হাজার হাজার পড়ুয়া টাকার সামনে হার মেনেছেন সেই বিষয়টিকেই তুলে ধরার জন্য এমন অভিনব থিম করা হয়েছে।

গিরিশ বিদ্যারত্ন লেনে সরস্বতী পুজোয় এমন অভিনব থিমের আয়োজন করেছেন সরস্বতী ও কালী মাতা মন্দির পরিষদের সদস্যরা। তাদের পুজোর এই থিম সম্পর্কে খবর ছড়িয়ে পড়ার পর এখন চারদিকে শোরগোল তৈরি হয়েছে। এর পাশাপাশি পুজো উদ্যোক্তারা এটিকে কেবলমাত্র থিম না বলে প্রতিবাদ বলে উল্লেখ করেছেন।

পুজোর মূল মণ্ডপের পাশে এই মূর্তিগুলি রাখা থাকবে। মূর্তি তৈরি করা হচ্ছে কুমোরটুলিতে এবং মূর্তিগুলি তৈরি করছেন জয়ন্ত বড়ুয়া। সরস্বতী পুজোর ব্যস্ততার মাঝেই এখন কুমোরটুলির আলাদা নজর হয়ে দাঁড়িয়েছে পার্থ-অর্পিতা। কেননা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নামার পর দেখা গিয়েছে কিভাবে কোটি কোটি টাকার নয়ছয় করা হয়েছে, কিভাবে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। যে কারণে সরস্বতী পুজোকেই প্রতিবাদের মূল মন্ত্র হিসাবে তুলে ধরতে চাইছেন এখানকার এই পুজো উদ্যোক্তারা।