জাতীয় সড়ক মেরামতি নিয়ে সংসদে সরব শতাব্দী রায়

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের লোহাপুর-নলহাটি থেকে দুবরাজপুর পর্যন্ত যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের অবস্থা সঙ্কটজনক। কোন ট্রাক গেলে মনে হয় আপনার গায়ে এসে উল্টে পড়বে। শুধু মনে হয় এমনটা না, বহু দুর্ঘটনাও ঘটে চলেছে এই জাতীয় সড়কের উপর। জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এই ভাবেই শনিবার লোকসভায় সরব হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দি রায়।

শনিবার লোকসভায় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় সম্মানীয় স্পিকার ওম বিড়লাকে বলেন, “আমার সংসদ এলাকা বীরভূমে যে ৬০ নং জাতীয় সড়ক ছিল, এখন যা ১৪ নং জাতীয় সড়কে পরিণত হয়েছে সেই সড়কের লোহাপুর-নলহাটি থেকে দুবরাজপুরের অবস্থা খুবই খারাপ। গাড়ি দেখে মনে হয় উল্টে এসে আপনার গায়ে পড়বে। শুধু মনে হয় এমনটা নয়, রাস্তার জন্য দুর্ঘটনা ঘটে থাকে। আর এই দুর্ঘটনার ক্ষেত্রে সরকার কতটা দায়িত্ব নিয়ে থাকে।”

এর পাশাপাশি তিনি সাংসদ কোটা নিয়ে সরব হয়ে বলেন, “এই যে এমপি ল্যাড হয় সেখান থেকে তো আমাদের দুই বছরের জন্য ভলান্টারি রিটারমেন্ট দিয়ে দিয়েছে। আমরা তো এখন ভিআরএস-এ রয়েছি। তবুও যদি সরকারের তরফ থেকে যে কাজ হয় তারা তাড়াতাড়ি হয় তাহলে যারা ভোট দেন তাদের মধ্যেও কিছুটা হলে ভরসা থাকবে। সুতরাং পলিসি পরিবর্তন করেও এই কাজ যেন তাড়াতাড়ি হয়।”

প্রসঙ্গত, বীরভূমের উপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়কের অবস্থা দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা বারংবার অভিযোগ জানিয়ে, বিক্ষোভ দেখিয়েও সেরকম কোনো লাভ হয়নি। তবে ইদানিং কালে লক্ষ্য করা গেছে কিছু কিছু জায়গায় হালকা করে প্রলেপ দিয়ে জাতীয় সড়ক সচল রাখার চেষ্টা চালাচ্ছে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ। তবে এই পদক্ষেপ কখনোই দীর্ঘমেয়াদি হবেনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।