‘সায়ন্তনের ভ্যাকসিন’, জবাবে ‘টেকো’ বলে কটাক্ষ অনুব্রতর

অমরনাথ দত্ত : তৃণমূল বিজেপির রাজনৈতিক নেতাদের বাকযুদ্ধে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। গতকাল ইলামবাজারের কর্মীসভা শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ভয়ংকর ভাইরাস’ বলে কটাক্ষ করেন। আর এর জবাবে দিলীপ ঘোষ পাল্টা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেন, ‘ভলিয়্যুমটা কমে গেছে, এবার স্পিকারের কানেকশনটাও কেটে যাবে মনে হচ্ছে।’ আর এসবের মাঝে আবার নতুন সংযোজন বিজেপি নেতা সায়ন্তন বসু।

রবিবার দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশগ্রহণ করে সায়ন্তন বসু বলেন, “করোনা ভ্যাকসিনের মত অনুব্রত মণ্ডল সহ বহু তৃণমূল নেতার জন্য এনামুলের ল্যাবরেটরীতে ভ্যাকসিন তৈরি হচ্ছে। এপ্রিল-মে মাস পর্যন্ত অপেক্ষা করুন।” পরে অবশ্য তাকে সিবিআই এবং ইডি সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি সরাসরি নামের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, “এই রাজ্যে কয়েকশো ভাইরাস আছে, তাদের উপর প্রয়োগ করা হবে।”

আর এর পরিপ্রেক্ষিতে রবিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান, “টেকোর কথা। যার মাথায় চুল নাই। ওর কথার কোন গুরুত্ব দিচ্ছি না।” এর পাশাপাশি অনুব্রত মণ্ডল এদিন এটাও জানান যে, “২৬ তারিখে বার্তা দিয়ে দেবো।”

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর বীরভূম সফরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই দিলীপ ঘোষের আসা প্রসঙ্গেই অনুব্রত মণ্ডল বলেন, ‘২৬ তারিখ বার্তা দিয়ে দেবো।’ তবে তিনি কীভাবে বার্তা দেবেন তা এদিন খোলসা করতে চাননি।