SBI গ্রাহকরাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট দেখার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াটা খুবই ঝুঁকির। যে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার দেশের নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে অতি প্রয়োজন ছাড়া এই আনলক পর্যায়ে বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। তবে কাজের তাগিদে, রোজগারের তাগিদে কোটি কোটি মানুষকে ছুটতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু তা সত্ত্বেও যে সকল জায়গাগুলি সংক্রমণের আখড়া সেগুলিকে এড়িয়ে চলাই ভালো। আর এমত অবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট ইত্যাদি বাড়িতে বসেই যদি দেখে নেওয়া যায় তাহলে ব্যাঙ্কের শাখা অথবা এটিএম কাউন্টারের যাওয়া থেকে বিরত থাকা যায়।

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কোটি কোটি গ্রাহকরা যাতে বাড়িতে বসে সহজ পদ্ধতিতে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট সহ একাধিক কাজ করে নিতে পারেন তার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফ থেকে মিসড কল এবং এসএমএসের ব্যবস্থা আনা হয়েছে। আর এর পাশাপাশি রয়েছে ‘SBI Quick App’।

‘SBI Quick App’ এর মাধ্যমে খুব সহজে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট পেতে পারেন। অন্যদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বর ৯২২৩৭৬৬৬৬৬ এ মিস কল করলে ব্যালেন্স জানা যায়।

এর পাশাপাশি এসএমএসের মাধ্যমে ব্যালেন্স জানার জন্য ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে ‘BAL’ লিখে পাঠিয়ে দিলেই অ্যাকাউন্টের ব্যালেন্স জানানো হবে ব্যাঙ্কের তরফ থেকে।

অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট পাওয়ার জন্য গ্রাহকদের এসএমএস করতে হবে ‘MSTMT’ লিখে পাঠাতে হয় ৯২২৩৮৬৬৬৬৬ নম্বরে। অথবা এই নম্বরে মিসড কল করলেও মিনি স্টেটমেন্ট জানিয়ে দেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে।

এসএমএসের মাধ্যমে চেক বুক পেতে গ্রাহকদের ‘CHQREQ’ লিখে মেসেজ পাঠাতে হবে ৯২২৩৫৮৮৮৮৮ নম্বরে। এই এসএমএস পাঠানোর পর ব্যাঙ্কের তরফ থেকে একটি রিপ্লাই করা হবে। যেখানেই গ্রাহকদের দু’ঘণ্টার মধ্যে রিপ্লাই দিতে হবে ব্যাঙ্কের নির্দিষ্ট ফরম্যাটে।

এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৬ মাসের স্টেটমেন্ট পাওয়ার জন্য এসএমএসের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। এর জন্য গ্রাহকদের ESTMT (space) (অ্যাকাউন্ট নম্বর) (space) (code) লিখে পাঠাতে হবে ৯২২৩৫৮৮৮৮৮ নম্বরে। ‘code’ বলতে আপনার পছন্দের চার ডিজিটের পাসওয়ার্ড লিখতে হবে। আর এরপর ব্যাঙ্কের তরফ থেকে আপনার অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড থাকার ইমেইল আইডিতে ছয় মাসেই মিনি স্টেটমেন্ট পাঠিয়ে দেওয়া হবে।

তবে এই সকল সুবিধা বাড়িতে বসে পাওয়ার জন্য গ্রাহকদের আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য কেবলমাত্র একটি এসএমএস করতে হয়। REG (space) Account Number লিখে পাঠিয়ে দিতে হয় ৯২২৩৪৮৮৮৮৮ নম্বরে। এরপর ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে রেজিস্টার হয়েছে না হয়নি।