সুখবর, Debit কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : ATM থেকে টাকা তোলার জন্য এযাবত আমাদের জানা ছিল বাধ্যতামূলকভাবে প্রয়োজন Debit কার্ড। কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে। অবিশ্বাস্য হলেও এবার থেকে Debit কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে।

SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই পদ্ধতি কার্যকর হওয়ার পর গ্রাহকরা SBI Yono অ্যাপের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন। যে সমস্ত গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন। আর এই অ্যাপের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের একাধিক সুরক্ষা কবচ পেরোতে হবে। যে কারণে এই পদ্ধতি ডেবিট কার্ড ব্যবহারের তুলনায় অনেকটাই নিরাপদ।

দেশে এরকম ১৬৫০০টি Yono এটিএম আনছে ব্যাঙ্ক। যেগুলিকে বলা হচ্ছে Yono Cash Point। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এই সকল পয়েন্ট থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের দুবার ভেরিফিকেশন পর্যায় পেরোনোর পর টাকা তুলতে পারবেন।

টাকা তোলার পদ্ধতি

Yono Cash Point-এর মাধ্যমে টাকা তোলার জন্য গ্রাহককে প্রথমে তার অ্যাপে ৬ অংকের Yono Cash পিন তৈরি করে নিতে হবে। এরপর ব্যাঙ্কের তরফ থেকে অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে আরও একটি ছয় ডিজিটের রেফারেন্স নম্বর পাঠানো হবে। সেই পিন এবং রেফারেন্স নম্বর ৩০ মিনিটের জন্য বহাল থাকবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের নিকটবর্তী Yono Cash Point-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট অপশনে ক্লিক করে ওই ৬ ডিজিট পিন এবং রেফারেন্স নম্বর দিতে হবে। এর পরেই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ ATM থেকে তুলে নিতে পারবেন Debit কার্ড ছাড়াই।