মাথায় হাত SBI গ্রাহকদের, বেড়ে গেল লোনের উপর সুদের পরিমাণ

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাসে পরপর চারবার রেপো রেট বৃদ্ধি করা হয়। বর্তমানে একাধিকবার রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে তা বেড়ে হয়েছে ৫.৯০ শতাংশ। কারণ সম্প্রতি ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই রেপো রেট বৃদ্ধি করার ফলে ঋণের উপর সুদের পরিমাণ বাড়বে তা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে external benchmark lending rate (EBLR) ও repo linked lending rate (RLLR) বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন external benchmark lending rate (EBLR) বেড়ে হয়েছে ৮.৫৫ শতাংশ ও repo linked lending rate (RLLR) বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ। এর ফলে যদি কোন গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হোম লোন, কার লোন বা পার্সোলান লোন থেকে থাকে তাহলে তাদের সুদের পরিমাণ বাড়তে চলেছে।

যে সুদের পরিমাণের পরিবর্তন আসতে চলেছে তা হোম লোনের ক্ষেত্রে ২০ বছরের মেয়াদের যে লোনের ক্ষেত্রে সুদের পরিমাণ ছিল ৮.০৫ শতাংশ সেই লোনের ক্ষেত্রে এখন সুদের পরিমাণ দাঁড়াচ্ছে ৮.৫৫ শতাংশ। ২০ লক্ষ টাকার লোনের ক্ষেত্রে আগে যেখানে মাসে EMI দিতে হতো ১৭৩৫৬ টাকা, সেই জায়গায় এখন একই পরিমাণ লোনের ক্ষেত্রে ইএমআই দিতে হবে ১৭৪২০ টাকা। ইএমআই বাড়ছে ৬৪ টাকা।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমন সিদ্ধান্তের ফলে যেমন ঋণগ্রহীতাদের সুদের পরিমাণ বাড়বে ঠিক তেমনি আবার যারা ব্যাংকে স্থায়ী আমানতে নিজেদের টাকা জমা রাখেন তাদেরও সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। যদিও তাদের সুদ বৃদ্ধি করার ক্ষেত্রে এখনো পর্যন্ত ব্যাংকের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায় নি।