২০০০ টাকার নোট পরিবর্তন করতে কী লাগবে পরিচয়পত্র! জেনে নিন জরুরী ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : বিজেপি সরকার কেন্দ্রে আসার পর ২০১৬ সালের ৮ নভেম্বর হয় নোট বন্দি (demonetisation)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় এমন ঘোষণা করেছিলেন। এই ঘটনার ৭ বছর পার হতে না হতেই নতুন করে দেশে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে শুক্রবার এমন ঘোষণা করে। তবে এই ঘটনাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনভাবেই নোট বন্দি বলতে চাইছে না বা তার সঙ্গে তুলনা করতে চাইছে না। ২০০০ টাকার এই নোট বদল করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সময় দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। ২৩ মে ২০২৩ অর্থাৎ মঙ্গলবার থেকেই নাগরিকরা তাদের ২০০০ টাকার নোট পরিবর্তন করে নিতে পারবেন।

২০০০ টাকার নোট পরিবর্তন করার বিষয়ে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। সেই সকল নিয়মের মধ্যে রয়েছে, এক এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করতে পারবেন নাগরিকরা। তবে এর পাশাপাশি নানান প্রশ্ন উঠতে দেখা যাচ্ছিল, যেমন পরিচয় পত্র, ফর্ম ফিলাপ ইত্যাদি।

২০০০ টাকার নোট বদল করার ক্ষেত্রে এই সকল কৌতূহলের পরিপ্রেক্ষিতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আধার কার্ড অথবা ভোটার কার্ড বা অন্য কোন পরিচয়পত্র জমা দিতে হবে না নোট পরিবর্তনের জন্য। এছাড়াও গ্রাহকদের কোনরকম বিশেষ ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই। এছাড়াও ২০০০ টাকার নোট পরিবর্তন নিয়ে নানান বিভ্রান্তিমূলক খবর চারদিকে ছড়িয়ে পড়েছে।

এই সকল বিভ্রান্তিমূলক খবরের পরিপ্রেক্ষিতেই জানানো হয়েছে, কোন গ্রাহকের যদি নিকটবর্তী কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে সে ক্ষেত্রেও তারা ২০০০ টাকার নোট বদল করতে পারবেন। এই সকল ক্ষেত্রেও ব্যাংকের তরফ থেকে একবারে ২০ হাজার টাকা পর্যন্ত পরিবর্তন করে নিতে পারবেন গ্রাহকরা। এছাড়াও নোট বদল করার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।