দেখতে দেখতে টাকা হবে ডবল, SBI-এর এই স্কিমটি না জানলে পস্তাবেন

নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ মানুষ এখন আর নিজেদের উপার্জিত টাকা ভরে রাখেন না। তারা নিজেদের কষ্টার্জিত টাকা ব্যাঙ্ক অথবা অন্য কোন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। কষ্টার্জিত টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার ফলে যেমন টাকা সুরক্ষিত থাকে ঠিক সেই রকমই সুদও পাওয়া যায়। বিনিয়োগকারীদের মধ্যে আবার দেশের বড় সংখ্যার মানুষকে বিনিয়োগ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) উপর ভরসা করতে দেখা যায়।

বিনিয়োগ করার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ভরসা করলেও অনেকেই রয়েছেন যারা দেশের এই বৃহত্তম ব্যাংকের বিভিন্ন স্কিম সম্পর্কে জানেন না। তারা অনেকেই স্কিম সম্পর্কে না জানার কারণে এমন এমন জায়গায় বিনিয়োগ করে দেন যেখানে তুলনামূলক সুদ অনেক কম পাওয়া যায়। বিনিয়োগ করার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি প্রকল্প না জানলে রীতিমতো পস্তাতে হবে বিনিয়োগকারীদের।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে খুব অল্প সময়ের মধ্যে টাকা ডবল করে দেওয়ার একটি সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সুযোগ সবচেয়ে বেশি সুবিধাজনক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পটির নাম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম। এই প্রকল্পে কতটা সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।

প্রবীণ নাগরিক বিশেষ করে যারা সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন তাদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমটির বিকল্প আর কিছু হতে পারে না। এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় ০.৫০ শতাংশ সুদ বেশি পান।

এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে ৭.৫% সুদ পাবেন। সাধারণ নাগরিকরা এক্ষেত্রে ৬.৫% সুদ পেয়ে থাকেন। প্রবীণ নাগরিকদের এই বাড়তি সুদ দেওয়া হচ্ছে উইকেয়ার ডিপোজিট স্কিমের আওতায়। এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে ম্যাচিউরিটির সময় পাবেন ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। অর্থাৎ টাকা ডবল হচ্ছে এবং সুদের পরিমাণ দাঁড়াচ্ছে ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা।