SBI-এর স্পেশাল অফার, ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন এই গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরের বিভিন্ন সময় তাদের গ্রাহকদের জন্য নানান অফার নিয়ে আসে। সেই রকমই এবার এই ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার নিয়ে এলো। কেনাকাটার উপর ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। কারা এই ক্যাশব্যাক পাওয়ার সুবিধা পাবেন?

বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন। সবচেয়ে বেশি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট কার্ডের। ক্রেডিট কার্ডের এই ব্যবহার বৃদ্ধির দিকে তাকিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন এক ক্রেডিট কার্ড নিয়ে এসেছে যাতে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে মাসে ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “SBI Card Sprint এর মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে গোটা দেশের গ্রাহকরা স্টেট ব্যাঙ্কে এই ক্রেডিট কার্ড পাবেন। এমনকী টায়ার-১ ও টায়ার-২ শহরে এই পরিষেবা পাওয়া যাবে। মার্চ ২০২৩ অবধি এই কার্ড নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনও ফি দিতে হবে না।”

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে ক্যাশব্যাক ক্রেডিট কার্ড আনা হয়েছে সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতিটি কেনাকাটায় এক শতাংশ ক্যাশব্যাক রয়েছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই ক্যাশব্যাক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। যেকোনো জায়গায় এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্যাশব্যাক পাবেন ব্যবহারকারীরা। তবে সারা মাসে ক্যাশব্যাকের সর্বোচ্চ পরিমাণ হলো ১০০০০ টাকা।

বাড়ি ভাড়া, জ্বালানির খবর, ওয়ালেট রিচার্জ, মার্চেন্ট ইএমআই, অগ্রিম নগদ, ব্যালেন্স ট্রান্সফার, এনক্যাশ ও ফ্লেক্সি পে ইত্যাদির ক্ষেত্রেও যদি এই ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তাহলে ব্যবহারকারীরা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।