বাড়িতে সোনা ফেলে রেখে কি করছেন, আয় করার সুযোগ দিচ্ছে SBI

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন সময় গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসে। এইরকমই তাদের সোনার উপর রয়েছে একটি স্কিম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোনার উপর এই স্কিমটি হল স্থায়ী আমানতের ক্ষেত্রে। এটি রিভ্যাম্পড গোল্ড ডিপোজিট স্কিম নামে পরিচিত।

এই স্কিমকে সোনার ফিক্সড ডিপোজিট বলা যেতে পারে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। R-GDS-এর এই প্রকল্পের আওতায় গ্রাহকরা তাদের বাড়িতে সোনা ফেলে না রেখে ব্যাঙ্কে রাখতে পারেন। এতে গ্রাহকদের সোনা নিরাপদ থাকার পাশাপাশি মিলবে সুদ এবং অন্যান্য সুবিধা।

R-GDS নামের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পের আওতায় সোনা রাখতে পারবেন যেকোনো ব্যক্তি, অংশীদারিত্বের সংস্থা, HUF, সেবির অধীনে নথিভূক্ত মিউচুয়াল ফান্ড অথবা বিনিময়-বাণিজ্য তহবিল এবং সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় মালিকানাধীন অন্য কোনও সম্পদ, সরকার বা রাজ্য সরকার।

এই প্রকল্পের আওতায় সোনা রাখার ন্যূনতম পরিমাণ হিসাবে জানানো হয়েছে ১০ গ্রাম। যে ধরনের সোনা রাখা যাবে বলে উল্লেখ করা হয়েছে তা হলো কাঁচা সোনা অর্থাৎ বার, কয়েন, গয়না ইত্যাদি। এই প্রকল্পের আওতায় আমানতের ক্ষেত্রে কোন উর্ধ্বসীমা নেই।

এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন ধরনের আমানত প্রদান করে থাকে। যেগুলি হলো স্বল্পমেয়াদী ব্যাঙ্ক আমানত, মাঝারি মেয়াদী সরকারি আমানত এবং দীর্ঘমেয়াদী সরকারি আমানত। এই তিন ধরনের আমানত যথাক্রমে ১ থেকে ৩ বছর, ৫ থেকে ৭ বছর এবং ১২ থেকে ১৫ বছরের জন্য।

আমানতের মেয়াদের উপরে সুদের পরিমাণ নির্ভর করছে। এক বছরের জন্য হলে ০.৫০%, দু’বছরের জন্য হলে ০.৫৫%, দু বছরের বেশি এবং তিন বছর পর্যন্ত হলে ০.৬০%, মাঝারি মেয়াদী সরকারি আমানতের ক্ষেত্রে ২.২৫% এবং দীর্ঘ মেয়াদি সরকারি আমানতের ক্ষেত্রে ২.৫০%।