SBI চালু করলো Positive Pay System, রইলো গুরুত্বপূর্ণ ৫টি বিষয়

নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ঘোষণা অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি মাস থেকে চেক পেমেন্টের ক্ষেত্রে চালু হয়েছে Positive Pay System। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ইতিমধ্যেই এই নতুন নিয়ম কার্যকর করেছে।

নতুননিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলি পুনরায় যাচাই করা আবশ্যিক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “নিরাপত্তা খাতিরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে আমরা ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক প্রদানের ক্ষেত্রে Positive Pay System চালু করলাম। নিয়ম অনুসারে যিনি ৫০ হাজার টাকার বেশি চেক দেবেন তাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া শর্তাবলী মেনে চলতে হবে।”

SBI গ্রাহকদের জন্য Positive Pay System-এর গুরুত্বপূর্ণ ৫টি বিষয়

১) Positive Pay System আনা হয়েছে গ্রাহকদের অধিক সুরক্ষার জন্য। বড় অঙ্কের চেক প্রদানের ক্ষেত্রে তথ্য পুনরায় যাচাই করার প্রক্রিয়াই হলো Positive Pay System।

২) এই নিয়ম চালু হওয়ার পর তিনি ৫০ হাজার টাকার অধিক চেক প্রদান করবেন তাকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে চেক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে।

৩) চেক প্রদানের তারিখ, প্রাপকের নাম, অর্থের পরিমাণ ইত্যাদি চেক জমা করার পর প্রদানকারীর দেওয়া তথ্যের সাথে মিলিয়ে নেওয়া হবে।

৪) তথ্যের সাথে কোন রকম গরমিল হলে একদম কোন ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৫) তথ্য যাচাই হবে সিটিএস-এর মাধ্যমে। NCPI কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সুবিধা দেয়। যাতে করে এই ব্যাঙ্কগুলি দ্রুত তথ্য যাচাই করতে পারে।