SBI New Scheme: সোনা অতীত, এবার আরেক জনপ্রিয় ধাতু নিয়ে নতুন স্কিম চালু করল SBI

Prosun Kanti Das

Published on:

Apart from gold, SBI has launched a new scheme with another popular metal: উপার্জন বাড়ানোর জন্য সঞ্চয়ের পাশাপাশি প্রয়োজন বিনিয়োগেরও। আর বিনিয়োগের জন্য সবথেকে বেশি সুরক্ষিত মাধ্যম হলো ব্যাংক। বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রকল্প চালু করেছে সাধারণের উদ্দেশ্যে। তার মধ্যে অন্যতম হলো গোল্ড লোন প্রকল্প। বহুদিন ধরে এই প্রকল্পটি স্বমহিমায় কাজ করে চলেছে। এবার বিনিয়োগের ক্ষেত্রে গোল্ডের পাশাপাশি যুক্ত হল আরও নতুন ১ টি ধাতু। এই ধাতুর উপর বিনিয়োগ করলেও আপনি কম সময়ে বড়লোক হয়ে যেতে পারেন। এসবিআই নিয়ে এলো বিশেষ ১ টি প্রকল্প। এসবিআই মিউচুয়াল ফান্ডস বিনিয়োগের জন্য নতুন ১ টি প্রকল্প চালু করেছে। নতুন প্রকল্পটির নাম এসবিআই সিলভার ইটিএফ ফান্ড (SBI New Scheme)।

এসবিআই মিউচুয়াল ফান্ডের তরফ থেকে সম্প্রতি নতুন ১ টি প্রকল্প (SBI New Scheme) চালু করার ঘোষণা করা হয়েছে। এসবিআই সিলভার ইটিএফ ফান্ড নামক নতুন এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন সকলেই। ২৭ জুন ২০২৪ থেকে ৫ জুলাই ২০২৪ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য চালু করা থাকবে ফান্ড অফারটিকে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে যে কেউ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করার জন্য নূন্যতম অর্থ ধার্য্য করা হয়েছে ৫০০০ টাকা। এরপর থেকে প্রতি ১ টাকার গুণিতক হিসেবে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

বর্তমানে বৈশ্বিক অর্থনীতির যা অবস্থা তাতে ধাতুর মূল্য অনেকটাই বেড়ে গেছে। এখন শুধুমাত্র সোনা নয়, সোনার পাশাপাশি রুপোর উপরেও বিনিয়োগ করতে আগ্রহী সাধারণ মানুষ। রুপা কিন্তু শুধুমাত্র গহনা তৈরিতে কাজে আসে না। আরো অনেক কিছুতেই ব্যবহার করা হয় রূপাকে।। ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রুপোর ব্যবহার হতে দেখা যায়। তাই রূপাও অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি ধাতু। সোনার মতো দাম না হলেও, ধাতু হিসেবে এর চাহিদা কিছু কম নয়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা কবচ্ হয়ে উঠতে পারে রুপা। তাই রুপার ব্যবহারকে দীর্ঘমেয়াদী করার জন্যই এসবিআই এর পক্ষ থেকে এই প্রকল্প (SBI New Scheme) চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন 👉 Cheapest Mobile Data Countries: বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ সবচেয়ে কম, তালিকায় কত নম্বরে ভারত?

রুপা এখন আর শুধু ধাতু নয়, এটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শিল্পের সাথেও। রুপা ব্যবহার করা হয় ইলেকট্রিক জিনিস তৈরির ক্ষেত্রেও এমনকি নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রেও অনেক সময় প্রয়োজন পড়ে এই ধাতুর। তাই রুপোর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ফলে বাড়ছে এর দামও। ভবিষ্যতে রূপাকেও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে তৈরি করা যেতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে নতুন প্রকল্প (SBI New Scheme) চালু করতে চলেছে এসিআই। এসবিআই মিউচুয়াল ফান্ডের সিইও কাম এমডি শমসের সিং ও এই মতামতের সাথে সহমত পোষণ করেছেন।

এসবিআই মিউচুয়াল ফান্ড এমন ১টি সুযোগ করে দিয়েছে যার ফলে স্বল্প বিনিয়োগে অধিক উপার্জন করা সম্ভব হবে। এসবিআই মিউচুয়াল ফান্ডের সিইও জানিয়েছেন এসবিআই এর পক্ষ থেকে চালু করা নতুন প্রকল্পটিতে (SBI New Scheme) বিনিয়োগ করা অর্থের ৯৫ শতাংশ থেকে ১০০ শতাংশ অব্দি বিনিয়োগ করা হবে সরাসরি রুপা ধাতু অথবা সেই ধাতু সংক্রান্ত কোন কাজে। যদি নূন্যতম ৯৫ শতাংশ অর্থ রুপার পেছনে খরচ করা হয়, তাহলে বাকি ৫ শতাংশ অর্থ খরচ করা হবে বিভিন্ন সরকারি সিকিউরিটি এবং এসবিআই এর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকল্পে।