SBI ATM-এ কমছে ২,০০০ টাকার নোট! রিজার্ভ ব্যাঙ্কের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশিরভাগ গ্রাহকদের কাছ থেকে জানা গিয়েছে, বেশকিছু এটিএম থেকে পাওয়া যাচ্ছেনা ২০০০ টাকার নোট। বড় নোটগুলি এসবিআইয়ের এটিএম থেকে হ্রাস পাওয়া নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ ইঙ্গিত রয়েছে বলেই অনেকে মনে করছেন।

এর আগেও জানা গিয়েছিল, ২০০০ টাকার বড় নোটের ছাপার কাজ বন্ধ করে দিয়েছে টাকশাল। তারপর আবার এটিএম থেকে ধীরে ধীরে ২০০০ টাকার নোটের ট্রেগুলি সরিয়ে নেওয়া নিয়ে সাধারণ মানুষদের মধ্যে নোট বাতিলের মত প্রাসঙ্গিকতা আসছে। আর এই পদক্ষেপে প্রতিটি এটিএম থেকে ২০০০ টাকার ট্রে সরিয়ে নেওয়ার কাজ করা হবে বলেও জানা গেছে।

কিন্তু কেন এমন পদক্ষেপ, সে বিষয়ে জানা গিয়েছে বড় নোটের পরিবর্তে ছোট নোটের প্রচলন করতেই এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সূত্র মাফিক যা জানা গিয়েছে, ২০০০ টাকার নোটের ট্রের পরিবর্তে ২০০, ১০০ টাকার নোটের ট্রের দিকে জোর দিচ্ছে ব্যাঙ্ক। এই কাজ প্রাথমিকভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুরু করলেও আগামী দিনে সমস্ত ব্যাঙ্কগুলি একই পথে হাঁটবে।

উত্তরপ্রদেশের এক ব্যাঙ্ক চিফ ম্যানেজার জানিয়েছেন, “বিগত এক বছর ধরে এটিএমে ২০০০ টাকার নোট ইনস্টল করা হচ্ছে না। ২০০০ টাকার নোটের ট্রে অপসারণের কাজ চলছে যাতে অন্য নোট এটিএমে রাখা যায়।”

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই উত্তর প্রদেশের কানপুরের ১৫৫ টি এটিএমের মধ্যে ৭৭ টি থেকে ২০০০ টাকার নোট তুলে নিয়েছে। উন্নাওতে ২৪ টির মধ্যে ২১টি এটিএম থেকে তুলে নেওয়া হয়েছে। আগামী দিনে ধীরে ধীরে প্রতিটি এটিএমেই এই কাজ করা হবে।