SBI না Post Office, মাসে মাসে কোথায় টাকা জমালে বেশি লাভ

নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যতের জন্য মানুষ সঞ্চয় করে থাকেন। সঞ্চয় করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন প্রকল্প বেছে নিতে দেখা যায়। সেই রকমই আবার মাসে মাসে টাকা সঞ্চয়ের জন্য অনেকে বেছে নেন আরডি অর্থাৎ রেকর্ডিং ডিপোজিট।

মাসে মাসে রেকারিং ডিপোজিটের মাধ্যমে টাকা জমা রেখে সঞ্চয় করার সুযোগ রয়েছে ব্যাংক এবং পোস্ট অফিস সব জায়গায়। আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই আরডি সব থেকে নিরাপদ পদ্ধতি বলে মনে করা হয়। তবে এই আরডিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কোথায় সবচেয়ে বেশি লাভ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্রাহকরা ১২ মাস থেকে শুরু করে সর্বাধিক ১২০ মাস পর্যন্ত বিনিয়োগ করতে পারেন তাদের এই রেকারিং ডিপোজিট প্রকল্পে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে এর গুণিতক আকারে বিনিয়োগ করা যায়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরডি গ্রাহকদের যে সুদ দেওয়া হয়ে থাকে তা তাদের ফিক্সড ডিপোজিট গ্রাহকদের সুদের সমান সুদ দেওয়া হয়ে থাকে। পাঁচ বছরের জন্য যদি কোন গ্রাহক রেকারিং ডিপোজিট করেন তাহলে তিনি দু’কোটি টাকার নিচে পর্যন্ত ৫.৬% সুদ পান। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই বিনিয়োগের ক্ষেত্রে সুদের পরিমাণ ৬.৪৫ শতাংশ।

পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য Recurring Deposit খোলা হলে গ্রাহকরা সুদ পাবেন ৫.৮%। কোন গ্রাহক পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্ট খুললেও তিনি তিন বছর পর তা বন্ধ করে দিতে পারেন। পোস্ট অফিসেও ন্যূনতম ১০০ টাকা থেকে এই খাতে বিনিয়োগ করা যায়। বিনিয়োগের পরিমাণ গুণিতক আকারে বৃদ্ধি করা যেতে পারে।