SBI-এর এই পদ্ধতি রুখে দেবে ATM জালিয়াতি

নিজস্ব প্রতিবেদন : সাধারণ মানুষ এখন ব্যাঙ্কের শাখায় গিয়ে নগদ তোলার থেকে ATM পরিষেবার ওপর বেশি নির্ভরশীল হয়েছেন। এই নির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি আবার পাল্লা দিয়ে বাড়ছে নানান ধরনের জালিয়াতি। সেই সকল জালিয়াতি কিভাবে এড়ানো যেতে পারে এই নিয়েই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের গ্রাহকদের একটি পদ্ধতি অবলম্বন করার কথা জানিয়েছে।

এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপি পদ্ধতির মাধ্যমে টাকা তোলার পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে। এটিএম পরিষেবা আর্থিক লেনদেন আরও সুরক্ষিত করার জন্য এই ব্যবস্থা চালু করা হয় ২০২০ সালের জানুয়ারি মাসে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে এখন নানান সময়ে তাদের গ্রাহকদের সতর্ক করছে।

এটিএম কাউন্টার থেকে ওটিপি ভিত্তিক লেনদেনের যে নিয়ম রয়েছে তাতে এটিএম জালিয়াতি রুখে দেওয়া সম্ভব বলে মনে করছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই নিয়ম চালু রয়েছে ১০ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে। এই পদ্ধতি অবলম্বন করলে জালিয়াতি হওয়ার মতো ঝুঁকি কমে যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ম অনুযায়ী গ্রাহকরা এটিএম কাউন্টার থেকে ১০ হাজার টাকার বেশি টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়। টাকা তোলার সময় সেই ওটিপি এটিএম মেশিনে দেওয়ার পরেই টাকা তোলা সম্ভব। এর ফলে কোনো গ্রাহকের এটিএম কার্ড ক্লোন করেও যদি কেউ টাকা তোলার চেষ্টা করেন তাহলে তিনি তা তুলতে পারবেন না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে এটাই জানানো হয়েছে, জালিয়াতি রুখে দেওয়ার ক্ষেত্রে এই ওটিপি বেসড এটিএম ট্রানজেকশন হল মোক্ষম দাওয়াই। এই পদ্ধতি অবলম্বন করার মধ্য দিয়ে গ্রাহকদের সঞ্চিত অর্থ ফ্রড হওয়া থেকে রক্ষা করে।