বন্ধ হবার মুখে SBI ATM কার্ড! কিভাবে তুলবেন টাকা

নিজস্ব প্রতিবেদন : প্রথমবার কেন্দ্রে আসার পর ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নগদ লেনদেন কমিয়ে ডিজিট্যাল লেনদেনের পথে হাঁটতে চাইছে সরকার। ডিজিট্যাল লেনদেনকে জনপ্রিয় এবং মজবুত করে তুলতে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতেও দেখা গিয়েছে। কেন্দ্রের দেখানো সেই পথে এবার হাঁটার পরিকল্পনা এসবিআইয়ের। এটিএম থেকে কার্ড দিয়ে টাকা তোলার দিন শেষ। ডেবিট কার্ড তুলে নেওয়ার মত সিদ্ধান্ত নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের টাকা তোলার বদলে যখন তখন এটিএম থেকে টাকা তোলার সুবিধা এনে ব্যাঙ্কিং দুনিয়ায় বিপ্লব এনেছিল ডেবিট কার্ড। আর এবার সেই ডেবিট কার্ডই বাতিল করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ও ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের একটি ব্যাঙ্কিং কনক্লেভে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, “আমরা ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিতে চাই। আমি নিশ্চিত যে এই কাজে আমরা সফল হবো। দেশের এক-পঞ্চমাংশ মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড ব্যবহার করেন। সারা দেশে মোট ৯০ কোটি ডেবিট কার্ড রয়েছে। কিন্তু এদের মধ্যে ব্যবহার হয় মাত্র ৩ কোটি কার্ড। তাই এসবিআই চাইছে ডেবিট কার্ড মুক্ত ভারত গড়তে এবং ডিজিট্যাল প্লাটফর্মের মাধ্যমে টাকা লেনদেনের জোর দিতে।”

এসবিআইও সরকারের মত নিজেদের ডিজিট্যাল প্লাটফর্মকে মজবুত করে তোলার লক্ষ্যে ডেবিট কার্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে যেখানে যেখানে Yono পরিষেবা রয়েছে সেখান থেকে গ্রাহকরা সরাসরি টাকা তুলতে পারবেন। এছাড়াও শপিং থেকে শুরু করে রেস্টুরেন্টে বিল মেটানো ও বিভিন্ন পরিষেবার ক্ষেত্রেও Yonoর মাধ্যমেই টাকা লেনদেন করা যাবে।

দেশজুড়ে ইতিমধ্যেই ৬৮,০০০ Yono ক্যাশ পয়েন্ট চালু করা হয়েছে। যদিও এই সংখ্যাটা যথেষ্ট নয় বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই আগামী ১৮ মাসের মধ্যে ১০ লক্ষ Yono ক্যাশ পয়েন্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে এসবিআইয়ের।

যদিও ডেবিট কার্ড তুলে নেওয়ার প্রসঙ্গ এসবিআইয়ের তরফ থেকে কেবলমাত্র ভাবনা-চিন্তার মধ্যেই রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তবে এই নয়া নিয়ম লাগু হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের মধ্যে যে নতুন বিপত্তি শুরু হবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

এটিএম কার্ড ছাড়া টাকা তুলবেন কিভাবে?

এটিএম ছাড়া টাকা তুলতে হলে আপনাকে প্রথমে Yono পোর্টালে বা অ্যাপে লগইন করে ক্যুইক লিঙ্ক থেকে “ক্যাশ অপশন” বাছাই করে নিতে হবে। তারপর যেতে হবে Yono ক্যাশ ‘ল্যান্ডিং পেজে’।

সেখানে নিকটবর্তী ক্যাশপয়েন্ট অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে হবে আপনার কাছাকাছি কোথায় Yono ক্যাশ পয়েন্ট আছে।

তারপর টাকা তোলার জন্য “রিকোয়েস্ট ইয়োনো ক্যাশ” অপশনটি সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করলেই একটি নতুন পেজ খুলবে। সেই পেজে কোন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে সেটি নির্বাচন করতে হবে।

এরপর আপনাকে লিখতে হবে আপনি কত টাকা তুলতে চান। তবে অবশ্যই মনে রাখবেন এই পদ্ধতিতে আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা তুলতে পারবেন। ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে যেখানে প্রতিদিন সর্বোচ্চ ২০,০০০ টাকা তুলতে পারা যায়।

তারপর টাকা পাওয়ার মাধ্যম হিসাবে “এটিএম” অপশনটি সিলেক্ট করতে হবে। পরবর্তী পেজে টাকা তোলার জন্য একটা “পিন নম্বর” তৈরি করতে হবে। এই পিনটি শুধুমাত্র তৈরী হওয়ার সময় স্ক্রিনে দেখা যাবে। এবার  সবকিছু মিলিয়ে নিয়ে “কনফার্ম” বটনে ক্লিক করলেই সেটি এক্টিভেট হয়ে যাবে। এবার এই পিন নম্বরটি ব্যবহার করে ইয়োনো অ্যাপ সুবিধা যুক্ত নিকটবর্তী এটিএম থেকে আপনি ছাড়াই টাকা তুলতে পারবেন।