সিউড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে সিউড়ি, বাসের তালিকা ও সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : সিউড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে সিউড়ি বাসে যাতায়াত করার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে নতুন বাসের তালিকা এবং সময়সূচী প্রকাশ করা হয়েছে। এইসকল বাসের জন্য অগ্রিম ৩০ দিন আগেই টিকিট বুকিং করা যাবে। টিকিট কাউন্টার অথবা অনলাইন থেকে বুকিং করা যাবে বাসের টিকিট।

https://online.sbstcbooking.co.in/ ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুকিং করা যাবে। কাউন্টার থেকে টিকিট বুকিং করার সময় হলো প্রতিদিন ভোর ৪টে থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সিউড়ি থেকে কলকাতা : ভোর ০৩:৪৫, ভোর ৪:১৫, ভোর ৪:৩০, (সিউড়ি থেকে কলকাতা ভায়া শ্রীনিকেতন), সকাল ৫:০০, সকাল ৬:৩০, সকাল ৭:৩০, সকাল ৮:৩০, সকাল ৯:৩০, সকাল ১০:৩০, সকাল ১১:৩০, দুপুর ১২:১৫, দুপুর ১:১৫ (কলকাতা থেকে সুরসুনা), দুপুর ২:০০, দুপুর ৩:১৫।

সিউড়ি থেকে বর্ধমান : সকাল ৬:০০ (বোলপুর, নানুর, বাসাপাড়া হয়ে)।

সিউড়ি থেকে করুণাময়ী : সিউড়ি থেকে করুনাময়ী যাওয়ার বাস রয়েছে ভোর ৪:৪০, সকাল ৮:০০ এবং দুপুর ২:৩০ মিনিটে।

কলকাতা থেকে সিউড়ি : ভোর ৪:৪৫, ভোর ৫:৩০, সকাল ৬:১৫, সকাল ৬:৫৫ (তারাপীঠ অব্দি), সকাল ৮:০০, সকাল ৮:১৫ (রামপুরহাট পর্যন্ত), ৯:৩০ (সিউড়ি হয়ে হরিশপুর), সকাল ১০:১৫, সকাল ১১:৩০, দুপুর ১২:০০, দুপুর ১:০০, দুপুর ১:৩০, দুপুর ২:০০, দুপুর ২:১৫, দুপুর ৩:১৫, বিকাল ৪:০০, বিকাল ৫:০০, বিকাল ৬:০০।

করুণাময়ী থেকে সিউড়ি : করুণাময়ী থেকে সিউড়ি পর্যন্ত যে সকল বাস রয়েছে সেগুলি হল সকাল ৬:০০, দুপুর ১২:১০, বিকাল ৪:৩০ টে।