গরমে হাঁসফাঁস অবস্থা, স্কুলে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : তীব্র গরম এবং তাপপ্রবাহের কথা মাথায় রেখে গত মে মাসের ২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য শিক্ষা দপ্তর এই ঘোষণা করে। গরমের ছুটি এগিয়ে আনার পাশাপাশি জানানো হয় ১৫ জুন পর্যন্ত চলবে এই ছুটি।

গরমের এই ছুটি কাটিয়ে যখন স্কুল খোলার প্রস্তুতি চলছে সেই সময় আবার রাজ্যজুড়ে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘ কয়েক দিন ধরে কালবৈশাখী এবং বৃষ্টির সেই ভাবে দেখা না মেলার কারণে তাপমাত্রার পারদ অনেক ঊর্ধ্বমুখী হয়েছে। পরিস্থিতি এমনই নাজেহাল অবস্থায় দাঁড়িয়েছে সকাল ন’টা বাজলে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষাদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এবং আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে। নতুন করে গরমের ছুটি বাড়ানো হয়েছে আরও ১২ দিন। গরমের এই ছুটি চলবে ২৭ জুন পর্যন্ত।

সোমবার আলিপুর হাওয়া অফিস সূত্রে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রী সেলসিয়াস। এর পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের।

কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও সঙ্কটজনক। বীরভূম সহ বেশকিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। এই অবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।