ক্লাসে শিক্ষিকাকে নাচ শেখালেন ছাত্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : পড়ুয়াদের মধ্যে যাদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে তারা হলেন বাবা-মা। আর এই বাবা-মায়ের পর যাদের ভূমিকা অগ্রগণ্য হিসাবে বিবেচিত হয় তারা হলেন শিক্ষক শিক্ষিকা। বড় হয়ে কোন ছেলে মেয়ে কেমন হবেন তা অনেকটাই ছোট থেকে তৈরি হয়ে যায় বাবা-মা এবং শিক্ষক শিক্ষিকার হাতে।

যে কারণে লক্ষ্য করা যায় বড় হয়ে ওঠা পড়ুয়াদের অনেক সময় তাদের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে থাকা স্মৃতি শেয়ার করতে। ঠিক যেন পড়ুয়াদের সঙ্গে একটা বন্ডিং হয়ে যায় শিক্ষক-শিক্ষিকার। ঠিক সেই রকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নজর কেড়েছে প্রত্যেকের।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ক্লাস শেষ হওয়ার পর ক্লাসের মধ্যে হরিয়ানভি গান বাজছে। আর সেই গানের নাচ করছে এক ক্ষুদে পড়ুয়া। এরইমধ্যে ক্লাসে উপস্থিত থাকা শিক্ষিকাকে অনুরোধ করেন নাচার জন্য। পাশাপাশি ওই নাচ ওই পড়ুয়া শিক্ষিকাকে শিখিয়ে দেবে এমনটাও জানায়। এর পরেই দেখা যায় শিক্ষিকাকে ওই ছাত্রীর সঙ্গে নাচ করতে।

ক্লাসে শিক্ষক শিক্ষিকার মধ্যে বন্ডিং তৈরি হয়ে যাওয়ার পর পড়ুয়াদের মধ্যেও কিছু শেখানোর। আর সেই শেখানোর স্পৃহাকে আধিপত্য দিতে দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের। এই ক্ষেত্রেও তেমনটাই লক্ষ্য করা গিয়েছে। আর সেই মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করার সময় লেখা হয়েছে, ‘শিক্ষার্থীরাও শিক্ষক হতে ভালোবাসে। তাদের উলটপুরাণ বেশ পছন্দ। ম্যাম আপনিও করুন। আমি শেখাচ্ছি, ইংরেজি ভাষা শিক্ষার পরে কিছু হরিয়ানভি সঙ্গীত। আমাদের স্কুল ছুটির মুহূর্তের এক ঝলক’।