জুলাই পর্যন্ত বন্ধ স্কুল কলেজ থেকে সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদন : করোনা প্রকোপে গত মার্চ মাস থেকে রাজ্যের স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত রকম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আর এই স্কুল-কলেজ বন্ধ থাকা তিন মাসের বেশি পেরিয়ে গেলেও খোলার ব্যাপারে কোনরকম ইঙ্গিত মিলছে না। প্রতিমাসেই স্কুল কলেজ খোলা নিয়ে নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে। তবে এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত রকম শিক্ষাপ্রতিষ্ঠান।

জুলাই মাসে স্কুল খোলা সম্ভব হবে না এ নিয়ে গত ১০ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে সন্দেহ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খোলা সম্ভব হবে না’। সেইমতো মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, “পশ্চিমবঙ্গে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত স্কুল কলেজ খোলা হবে না। সরকারি স্কুল-কলেজ ছাড়াও বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই সময় খোলা হতে হবে না। তবে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেগুলি নির্ধারিত দিনেই নেওয়া হবে।” অর্থাৎ জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত স্কুল-কলেজ খোলা না হলেও জুলাইয়ের ২, ৬ ও ৮ এই তিনদিন উচ্চমাধ্যমিকের যে সকল বাকি পরীক্ষা নেওয়ার কথা ছিল তা নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হবে।

স্কুল কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পড়াশুনায় বিপুল ব্যাঘাত ঘটছে। যে কারণে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে। এরপর একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়েও রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় সবাইকে পাশ করিয়ে দেওয়ার। কারণ উচ্চমাধ্যমিকের মত একাদশ শ্রেণীর বেশকিছু পরীক্ষা আটকে যায় করোনা ভাইরাসের প্রকোপের কারণে।