পড়ুয়াদের ট্যাব পেতে এই দিনের মধ্যেই জমা দিতে হবে ব্যাঙ্কের নথি

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান করোনাকালে রাজ্যের পড়ুয়াদের ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে বিভিন্ন কারণে সরাসরি ট্যাব দিয়ে ওঠা সম্ভব না হওয়ায় পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০০ টাকা করে পাঠানো হয় রাজ্যের তরফে। মূলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই ব্যবস্থাপণা রাজ্য শিক্ষা দপ্তরের।

চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব দেওয়ার পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেককে এই খাতে ১০০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই অনুদানের টাকা যাতে দ্রুত সকলের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা চালাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। আর এরই পরিপ্রেক্ষিতে এবার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্কের নথি জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলো।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসা ছাড়া রাজ্যের ৬৪০৭টি স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে অনুদান পাবে। আর এই সকল পড়ুয়াদের সর্বমোট সংখ্যা হল ৮ লক্ষ ১৪ হাজার ৬৮৭। এই বিপুলসংখ্যক পড়ুয়াদের মধ্যে অধিকাংশ পড়ুয়ারা তাদের ব্যাঙ্কের নথি স্কুলে জমা দিয়েছে। তবে এখনো বাকি রয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জন পড়ুয়াদের ব্যাঙ্কের নথি জমা দেওয়া। এই সংখ্যক পড়ুয়ারা যারা এখনো ব্যাঙ্কের নথি জমা দেননি তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে ব্যাঙ্কের নথি জমা করতে হবে।

পড়ুয়ারা যারা এখনো এই নথি জমা করেননি তাদের হাতে মাত্র দু’দিন রয়েছে। এই দুদিনের মধ্যে তাদের স্কুলে গিয়ে তাদের ব্যাঙ্কের নথি দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ সেই নথি আপলোড করবে শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে। আর নির্ধারিত এই সময়ের মধ্যে যে সকল পড়ুয়ারা তাদের ব্যাঙ্কের নথি জমা করতে পারবেন না তারা এই ট্যাবের ১০ হাজার টাকা থেকে বঞ্চিত হতে পারেন।