Well: কুয়ো সব সময় গোলাকৃতির বানানো হয় কেন? এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যদি জিজ্ঞেস করা হয় বাড়িতে যে জল ব্যবহার করা হয় সেই জল কোথা থেকে পাওয়া যায়? অনেকেই হয়তো বলবে টিউবওয়েল, কিংবা টাইম কল। আবার অনেকেই হয়ত বলবে পাম্পের জল ব্যবহার করি। এখন পরিস্থিতি অনেক আধুনিক। কিন্তু একটা সময় ছিল যখন ঘরে ব্যবহার করার জল নিয়ে আসা হতো নদী, বা পুকুর থেকে। তবে সেই সময় অনেকের বাড়িতেই দেখা যেত পাতকুয়া (Well)। কালের নিয়মে ধীরে ধীরে পাতকুয়োর ব্যবহার প্রায় বন্ধই হয়ে গেছে। এখন আর কারো বাড়িতে এই ব্যবস্থা দেখা যায় না। পুরনো দিনের কোন বাড়ি হলে হয়তো এখনো সেখানে স্মৃতি চিহ্ন হিসেবে দেখা যেতে পারে এই ধরনের কুয়ো। অনেকটা গভীরে মাটি খুঁড়ে বানানো হতো এই কুয়ো। বাড়ির যাবতীয় কাজের জন্য প্রয়োজনীয় জলের যোগান দিত এই কুয়োগুলি।
প্রত্যেকটা কুয়োর (Well) সাথে জল তোলার জন্য বালতি বা অন্য কোন পাত্রের ব্যবস্থা করা থাকতো। দড়ি বেঁধে সেই পাত্রটিকে কুয়োর ভিতরে পাঠিয়ে তুলে আনা হতো জল। যারা কুয়ো দেখেছেন অথবা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন কুয়ো সবসময় গোলাকৃতিরই হয়। কখনো ভেবে দেখেছেন কি এর কারণ কি? কুয়ো তো মানুষের বানানো একটি জিনিস। শুধুমাত্র গোলই কেন হতে হবে? ষড়ভুজ, চতুর্ভুজ কিংবা ত্রিভুজ আকৃতিরও তো হতে পারে। কিন্তু না কুয়ো কখনোই অন্য কোন আকারের হয় না। শুধুমাত্র গোলাকৃতির কুয়োই সব জায়গায় দেখা যায়। এর পিছনেও কিন্তু রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজকের প্রতিবেদনে সেই কারণটি ব্যাখ্যা করা হলো।
সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণে কুয়ো (Well) বানানোর সময় তা গোল আকৃতির বানানো হয়। এই নিয়ম শুধু আপনার বা আমার বাড়ির আশপাশের জন্য নয়, এই নিয়ম মেনে চলা হয় সারা বিশ্বে। একসময় কুয়ো ব্যবহার করা হতো জলের উৎস হিসেবে। মূলত মাটির তলা থেকে জল সংগ্রহ করার জন্য এই ব্যবস্থার প্রচলন করা হয়েছিল। অনেকটা গভীর অব্দি খনন কার্য চালানোর পর মাটির তলার জল বেশ কিছুটা উপরের দিকে উঠে আসতে থাকে সেটাই কুয়োতে জমা থাকে। এবং সাধারণ মানুষ প্রয়োজনমতো সেই জল ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হল কুয়োর আকার গোল হয় কেন? কুয়োর আকার গোল হবার পিছনে সব থেকে বড় কারণটি হল গোলাকৃতি কোন বস্তুর কোনো কোণ থাকেনা। যার ফলে জলের চাপ সর্বস্তরে সমান থাকে। ফলে কুয়োটি দীর্ঘ স্থায়ী হয়।
আরো পড়ুন: ভালো জীবন কাটানোর আশায় বহু মানুষ প্রতিদিন পার করছেন ‘নরকের দ্বার’, জানেন কোথায় এই স্থান
কিন্তু যদি অন্য কোন আকারের কুয়ো (Well) ব্যবহার করা হয় সেক্ষেত্রে জলের চাপ সব দিকে সমান রাখা সম্ভব হবে না। শুধুমাত্র কোণগুলোতে জলের চাপ সব থেকে বেশি থাকবে। এর ফলে কুয়োটি খুব বেশি দিন টেকসই হবে না। কুয়োটি তো ক্ষতিগ্রস্ত হবেই, পাশাপাশি মাটির তলার জল তুলে আনার কারণে ধস নামার সম্ভাবনা থাকবে কুয়োর আশপাশের এলাকায়। কুয়োটিকে ভালো রাখতে গেলে সব দিকে জলের চাপ সমান থাকা খুব জরুরী। আর সেই কারণেই সারা বিশ্বজুড়ে শুধুমাত্র গোলাকৃতির কুয়োই তৈরি করা হয়।
গোলাকৃতি তৈরি করা হলে তা মাটিতে বসে যাবারও সম্ভাবনা অনেকটা কমে যায়। জলের চাপের কারণে কুয়ো (Well) মাটিতে বসে যেতে পারে। সে ক্ষেত্রেও সমস্যায় পড়বেন স্থানিয়রা। এই সমস্যা যাতে দেখা না দেয় সেই কারণেও গোলাকার কুয়ো বানানো হয়। তবে কুয়োর আকার গোল হবার আরও একটি কারণ রয়েছে। আসলে কুয়ো তৈরি করা হয় মাটি খনন করে। মাটির অনেক গভীর পর্যন্ত খনন করতে হয়। গোল আকৃতিতে খনন করা অনেক সোজা। যদি বর্গাকার বা অন্য কোন আকারের কুয়ো খুঁড়তে হয়, সেক্ষেত্রে সময় এবং জটিলতা বাড়বে। কিন্তু গোলাকৃতির কুয়োর ক্ষেত্রে সেই সব ঝামেলা নেই। তাই কুয়ো তৈরীর ক্ষেত্রে গোলাকৃতির কুয়োই বেশি সহজ।