বুড়ো হাড়ে ভেল্কি, Sehwag-এর দুর্দান্ত ব্যাটিং-এর দৌলতে অনায়াসে জয় ভারতের

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তণ ক্রিকেট তারকাদের নিয়ে শুক্রবার থেকে ছত্তিশগড়ের রায়পুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের প্রথম দিনেই মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশের প্রাক্তণ ক্রিকেট তারকারা। যে খেলায় Virender Sehwag -এর দুর্দান্ত ব্যাটিং-এর দৌলতে অনায়াসে জয় পায় ভারত। পাশাপাশি মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরকেও দেখা যায় পুরাতন মেজাজে।

সিরিজের প্রথম খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে সব উইকেট খুইয়ে মোট রান সংগ্রহ করে ১০৯। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন নাজিমুদ্দিন ৪৯। এছাড়া আর কোনো তারকা ২০-র গণ্ডি পার করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জাবেদ ওমর এবং রাজিন সালেহ, দুজনেরই ব্যক্তিগত স্কোর হল ১২। বাকিরা প্রত্যেকে ১০ রানের নিচেই আউট হন।

ভারতীয় লেজেন্ড দলের বোলারদের তরফ থেকে বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট সংগ্রহ করেন মনপ্রীত গনি এবং ইউসুফ পাঠান।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় লেজেন্ড দল ১১০ রান তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারে কোন উইকেট না খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আর এই অনায়াসে জয়ের পিছনে রয়েছে বীরেন্দ্র শেবাগের দুর্দান্ত ব্যাটিং। তিনি মাত্র ৩৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। এর পাশাপাশি শচীন তেন্ডুলকর ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

[aaroporuntag]
বীরেন্দ্র শেবাগের এই ঝড়ো ইনিংসে তার ব্যাট থেকে দেখা যায় ১০টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি। শচিনের ব্যাট থেকে ৫টি বাউন্ডারি লক্ষ্য করা যায়। ভারতীয় লেজেন্ড দল সংগ্রহ করে ১১৪ রান। আর এদিনের এই খেলায় বীরেন্দ্র শেবাগকে ফের আগের ফর্মেই দেখা গেল। তিনি ফের একবার বুড়ো হাড়ে ভেলকি দেখালেন বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।