‘চারটি পাকিস্তান হতে পারে’, মন্তব্যে সেখ আলমকে শোকজ করলো কমিশন

হিমাদ্রি মন্ডল ও প্রসূন দাস : বীরভূমের নানুরের তৃণমূল নেতা সেখ আলমের বিতর্কিত মন্তব্য ‘৩০ শতাংশ মুসলমান যদি একদিকে যায়, তাহলে ভারতে চার চারটি পাকিস্তান তৈরি হবে। তখন কোথায় যাবেন বাকি ৭০ শতাংশ মানুষ।’, ঘিরে গতকাল থেকে তোলপাড় হয় গোটা দেশ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ব্যবস্থা গ্রহণ করলো কমিশন।

শুক্রবার বীরভূম জেলাশাসক দেবীপ্রসাদ করনম যখন ভোট সম্পর্কিত একটি সাংবাদিক বৈঠক করেন সেই সময় ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠলে তিনি জানান, “ব্যবস্থা গ্রহণ হয়েছে।” যার পরেই জানা যায় কমিশনের তরফ থেকে এমন বিতর্কিত মন্তব্য করা সেখ আলমকে শোকজ করা হয়েছে। শোকজের মাধ্যমে তার কাছে জানতে চাওয়া হয়েছে এই মন্তব্যের কারণ। আর সেই শোকজের উত্তর আজ রাতের মধ্যেই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর সেখ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “গতকাল রাতেই শোকজের চিঠি পেয়েছি। আজই আমার মন্তব্যের উত্তর চাওয়া হয়েছে সেই চিঠিতে। আমি উত্তর দিয়েছি।” সেখ আলমের সাফাই, “আমি যা বলেছি তা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এর জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি দেশদ্রোহী কোন মন্তব্য করতে চাইনি।”

[aaroporuntag]
তবে সেখ আলম এখন চাপে পড়ে ক্ষমা চাইলেও গতকাল থেকেই এই ঘটনা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। অধিকাংশ মানুষ দল-মত-নির্বিশেষে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের শোকজ নেওয়ার পর পরবর্তী কালে ওই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।