মহাকাশ থেকে পৃথিবী আর চাঁদকে কেমন দেখায়? ছবি তুলে পাঠালো আদিত্য এল১

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশন সফল হওয়ার পর এখন ইসরো (ISRO) নতুন মিশন শুরু করেছে আর সেই মিশন হলো আদিত্য এল১ (Aditya L1)। ইতিমধ্যেই এই মিশনের সূচনা হয়ে গিয়েছে। পিএসএলভি-সি৫৭ রকেটে সফলভাবে উৎক্ষেপণ করার পর ধাপে ধাপে পৃথিবীর মায়া ত্যাগ করছে আদিত্য এল১। এই মিশন ভারতের কাছে অন্যতম একটি চ্যালেঞ্জিং মিশন। কেননা এই মিশন ন্যূনতম খরচে সফল করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

আদিত্য এল১ উৎক্ষেপণের পর এখন সে ইতিমধ্যেই দুটি কক্ষপথ পেরিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই মহাকাশযানটি পৌঁছে যাবে সূর্যের এল১ কক্ষপথে। চাঁদে যাওয়ার জন্য যেখানে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল, সেই জায়গায় আদিত্য এল১ কে পাড়ি দিতে হবে ১৫ লক্ষ কিলোমিটার। এই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য বাজেট মাত্র ৪০০ কোটি টাকা। অল্প বাজেটে মিশন সফল হবে এমনই আশা করা হচ্ছে।

আদিত্য এল১ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য যখন একের পর এক কক্ষপথ সফলভাবে অতিক্রম করছে সেই সময় ভারতীয় মহাকাশ গবেষণাগারের বিজ্ঞানীরা নতুন নতুন আশার আলো দেখছেন। কেননা আদিত্য এল১ তার যাত্রা পথে যে সকল ছবি চোখের সামনে আসছে সেগুলি তুলে পাঠাচ্ছে ইসরোতে। সম্প্রতি ইসরো সেই রকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, যাতে দেখা যাচ্ছে, মহাকাশ থেকে পৃথিবী এবং চাঁদকে।

আদিত্য এল১ চাঁদ এবং পৃথিবীর ছবি মহাকাশ থেকে তুলে পাঠানোর পাশাপাশি প্রথম সে সেলফি তুলেও পাঠিয়েছে। মহাকাশ এমনিতেই বিশাল এক কৌতূহলের জায়গা, আর সেই কৌতূহলের জায়গায় প্রতিনিয়ত মানুষ নতুন নতুন বিষয় জানতে চান, শিখতে চান। এমন পরিস্থিতিতে আদিত্য এল১ এর এই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

মহাকাশযান আদিত্য এল১ এর নিজের গন্তব্যে পৌঁছাতে আনুমানিক ১২৭ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে এই যাত্রা পথ এতটা সহজ নয় যতটা ভাবা হচ্ছে। তবে গন্তব্যে পৌঁছানোই যখন লক্ষ্য তখন সেলফি, ছবি ইত্যাদি তুলে পাঠাতে পাঠাতে নিজের স্বাচ্ছন্দেই এগিয়ে চলেছে সে। ৩ সেপ্টেম্বর প্রথম এবং ৫ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য কক্ষপথ পরিবর্তন করার পর ১০ সেপ্টেম্বর পুনরায় কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল১।