তারাপীঠে আলাদা করে দমকল স্টেশন, বিবেচনার আশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু

নিজস্ব প্রতিবেদন : শনিবার বীরভূমের তারাপীঠ তারা মায়ের পুজো দিতে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সপরিবারে তারা মায়ের পুজো দেওয়ার পর রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদের সাথে একপ্রস্থ বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে টিআরডিএ’র তরফ থেকে তারাপীঠে আলাদা করে একটি দমকল স্টেশন তৈরির প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব পেয়ে দমকল মন্ত্রী সুজিত বসু আশ্বাস দেন বিষয়টি বিবেচনা করার। পাশাপাশি তিনি জানান, “ইতিমধ্যেই সাঁইথিয়ায় একটি দমকল স্টেশন তৈরীর কাজ চলছে। এছাড়াও নলহাটি এবং মুরারইয়ে দমকল স্টেশন তৈরি করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি নতুন এই প্রস্তাব বিবেচনা করবো।”

প্রসঙ্গত, তারাপীঠে প্রতিদিন গড়ে প্রায় ৫০০০০ মানুষের আগমন ঘটে। এই এলাকায় রয়েছে পাঁচশোর বেশি হোটেল। সুতরাং পুণ্যার্থী এবং তারাপীঠের আলাদা গুরুত্ব বুঝে এই প্রস্তাব দেন কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় দমকল মন্ত্রী সুজিত বসুকে। আর সেই প্রস্তাবে সাড়া দেন দমকল মন্ত্রী।

তবে এও উল্লেখ্য, সাঁইথিয়ায় আলাদা করে একটি দমকল স্টেশন তৈরি হয়ে গেলে তারাপীঠ রামপুরহাট এবং সাঁইথিয়ার মধ্যবর্তী স্থান হিসেবে খুবই কাছে চলে আসবে দমকল পরিষেবার ব্যাপারে। তাই এই নতুন প্রস্তাব কতটা ফলপ্রসূ হবে সেটাই দেখার।