বিশ্বের ৭ ক্রিকেটার করোনা পজিটিভ, ৪ জনই পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। আর তাতে বাদ পড়ছে না বিশ্ব ক্রিকেটের প্রথম সারির ক্রিকেটাররাও। এদের মধ্য পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের করোনা ভাইরাসে আক্রান্তের খবর দুঃশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেট প্রেমীদের। বিশ্বে মোট ৭ জন ক্রিকেটার করোনা আক্রান্ত এখনো অব্দি, যাদের মধ্যে পাকিস্তানেরই ৪ জন। পাকিস্তানের অলরাউন্ডার শাহীদ আফ্রিদি নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে তিনি দরিদ্র মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেন। ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও যুবরাজ সিংয়ের কাছেও ত্রাণ তহবিলে সহযোগিতা চান। বর্তমানে তিনি নিজেই আক্রান্ত।

পাকিস্তানের ক্রিকেটার জাফর সরফরাজ প্রথম শ্রেণীর ক্রিকেটার। এপ্রিলের ২ তারিখে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৩ এপ্রিল তিনি মারা যান। তিনিই প্রথম পেশাদার ক্রিকেটার যিনি এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও রাজু শেখ নামে পাকিস্তানের আরও এক প্রথম শ্রেণীর ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে মারা যান।

করোনা আক্রান্ত হয়েছিলেন তৌফিক ওমর। বর্তমান তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি জানান, “নিজের স্বাস্থ্য এখন নিজের হাতে। বিশ্ববাসীকে নিজের শরীরের খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। কোভিড-১৯ কে সবাই সিরিয়াসলি নিন। সামাজিক দূরত্ব আর সচেতনতার ব্যবস্থা নিলেই করোনাকে হারানো সম্ভব।”

স্কটল্যান্ডের মাজিদ হকও করোনাতে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনি কোয়ারেন্টাইনে আছেন। স্কটল্যান্ডের হয়ে তিনি ৫৪টি ওয়ান ডে ও ২১ টি টি-টয়েন্টি ম্যাচ খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটার সোলো এনকোয়েনি ৭ই মে নিজেই জানান তাঁর করোনা আক্রান্ত হবার খবর।

বিশ্ব ক্রিকেটের সঙ্গে বাংলার ক্রিকেট জগতেও থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত বাংলা সিনিয়র দলের অন্যতম নির্বাচক সাগরময় সেনশর্মা। ১৯৮৯-৯০ রনজি জয়ী বাংলা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

একের পর এক ক্রিকেটারদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রতিদিন অনিশ্চিত হয়ে পড়ছে নতুন করে বিশ্ব ক্রিকেটের ম্যাচগুলি চালু হওয়ার সম্ভবনা। অনেকেই ক্রিকেট ম্যাচ চালু করার কথা বললেও ক্রিকেটারদের মধ্যে আবার অনেকেই এর বিরোধিতা করছেন। ফলে খেলার অনিশ্চয়তার সঙ্গে প্রবল সঙ্কটে পড়েছে বিশ্ব ক্রিকেট।