এক বাইকে ৭ জন, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে গিয়েছে। স্মার্টফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি অধিকাংশ মানুষ এখন ব্যবহার করতে শিখেছেন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও আপলোড হয় এই মাধ্যমে। প্রতিমুহূর্তে আপলোড হওয়া এই সকল ভিডিওগুলি আলাদা ভাবে নজর কাড়ে দর্শকদের।

ঠিক সেই রকমই সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে, যে ভিডিওটি রীতিমতো অবাক করার মত। শুধু অবাক করা নয়, পাশাপাশি এই ভিডিওটি স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না। ভিডিওটি আসলে একটি মোটর বাইকে সাতজনের সাওয়ারি করার ভিডিও। একটি মোটর বাইকে সাত জনের সাওয়ারি! শুনেই কেমন কেমন লাগতে শুরু করে। যে কারণেই বলা হচ্ছে, এই ভিডিও না দেখলে বিশ্বাস হবে না।

ভিডিওটি প্রসঙ্গে আরও বিস্তারিত আসার আগে আমরা প্রত্যেকেই জানি একটি মোটর বাইকে সবচেয়ে বেশি কতজনের সাওয়ারি করার অনুমতি রয়েছে। নিয়ম অনুযায়ী সর্বাধিক দুজন মোটরবাইকে সাওয়ারি করতে পারেন। যদিও ভারতের মতো দেশে অধিকাংশ রাস্তাঘাটে তিনজনকে সাওয়ারি করতে দেখা যায়। তাই বলে ৭ জন!

একটি মোটর বাইকে সাতজনের সাওয়ারি হওয়ার এই ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি রাস্তার ধারে থাকা কোন দোকান থেকে ভিডিওটি ক্যাপচার করেছেন। তারপর সেটিকে আপলোড করার পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, পারিবারিক ভ্রমণ। কেনইবা এমনটা লিখবেন না! কারণ ভিডিওতে যেভাবে দেখা গিয়েছে ছেলেপুলে মিলে বিপদজনকভাবে একটি বাইকে সবাইকে চেপে যেতে তা আশ্চর্যজনক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি সড়কের ধারে মোটরবাইক স্টার্ট করে দাঁড়িয়ে রয়েছেন। এরপর দুজন মহিলা একে একে ছোটদের ওই মোটরবাইকে চাপিয়ে দিচ্ছেন ঠিলে গুঁজে। এরপর তারাও দুজনকে পড়েন ওই মোটরবাইকে এবং তারপর ওই মোটরবাইকে চালক দিব্যি মোটর বাইক নিয়ে রাস্তায় যেতে শুরু করেন। ভিডিওটি দেখার পর অনেকেই মন্তব্য করেছেন, ‘এতটুকু প্রাণের ভয় নেই!’