আষাঢ়ের চতুর্থ শুক্রবার শাহ আলম বাবার মেলা

লাল্টু : প্রতি বছরের মতো এবছরও জমে উঠলো দুবরাজপুরের শাহ আলম বাবার মেলা। ৭০৫ বছরের এই ঐতিহ্যমণ্ডিত মেলা আয়ােজিত হয় বাংলা সনের আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু ইসলাম ধর্মের নন, বিভিন্ন ধর্মের মানুষ এই মেলায় আসেন। সাত শতকেরও বেশি সময়কাল ধরে আলম বাবার মাজারে চাদর চড়িয়ে আসছেন এই মেলায় আগত বহু পুণ্যার্থী।

মেলায় আগত বহু পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ফকিরি ও বাউল গানের আসর বসে এই মেলায়। জেলার ধর্ম ও লােকসংস্কৃতির এক উজ্জল মিলনক্ষেত্র এই মেলা। এবারের মেলা আয়োজনের দায়িত্ব ছিলেন জালাল শাহ, বাদল শাহ, পীর শাহ সহ অন্যান্যরা।

উল্লেখ, দুবরাজপুর রেলওয়ে স্টেশন থেকে ২ কিমি
দূরত্বে রয়েছে শাহ আলমবাবার মাজার শরীফ। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ট্রেনে করে এই মেলায় আসেন। তাই আজকের দিনে আলমবাবার মাজারের পাশে প্রতিটি ট্রেন স্টপেজ দেয়। রাণীগঞ্জ-মােড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে যানজট এড়াতে জেলা পুলিশের পক্ষ বহু পুলিশ মোতায়েন করা হয়। একদিনের আলম বাবার মেলায় দেখা যায় ছোটবড় খাবারের দোকান, নাগরদোলা, দোকানপাট ইত্যাদি।

এই মেলা উপলক্ষে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে শাহ আলম বাবার মেলায় আসা পূণ্যার্থীদের পানীয় জলের বোতল এবং ফ্রুট ড্রিঙ্কস দেওয়া হয়।